Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পল্টনে পিকআপের ধাক্কায় যুবক নিহত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৯ পিএম

রাজধানীর পল্টন থানার রাজারবাগ এক নম্বর গেটের বিপরীতে পিকআপের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (১৮) এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার সময় এই দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন।

 

উদ্ধার করে নিয়ে আসা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মহাসিন হাবিব বলেন, রাতে রাস্তা পার হওয়ার সময় পিকআপের ধাক্কায় গুরুতর আহত হয় ওই যুবক। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে আমরা তার নাম পরিচয় জানতে পারেনি। তবে ধারণা করছি সে একজন ভবঘুরে হতে পারে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, রাতে পল্টন থানা পুলিশ আহত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এসেছিল। আনার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ