Inqilab Logo

শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ইসলামী জীবনযাপনের জন্য শোবিজ ছাড়লেন ভারতীয় অভিনেত্রী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ১১:৩২ এএম

বর্তমানে ভারতে চলছে হিজাব নিয়ে উত্তেজনা। হিজাব নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ইসলামী জীবনযাপনের ঘোষণা দিয়েছেন ভারতীয় এক শোবিজ তারকা। ধর্মীয় বিষয়ে নিজের আত্মোপলব্ধির কারণে শোবিজ ক্যারিয়ার থেকে বিদায় নিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান সঞ্চালিত বিগ বসের ১১তম মৌসুমের অন্যতম প্রতিযোগী মেহজাবি সিদ্দিকি। সেই সাথে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, সর্বদা হিজাব পরবেন এবং আল্লাহর ইবাদত করবেন। একাধিক ভারতীয় গণমাধ্যম এ খবর নিশ্চিত করেছে।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে মেহজাবি বলেন, ‘গত দুই বছর ধরে অস্থিরতায় ভুগছি। শান্তির জন্য কিছু একটা করতে চাইছিলাম। কিন্তু ভালো থাকার জন্য কী করব বুঝতে পারছিলাম না। কিন্তু এখন বুঝতে পেরেছি, আমি আমার আসল জীবন ভুলে দুনিয়ার দেখানো জীবন ধারণ করছি। আল্লাহর নাফরমানি করে কোনো মানুষ কখনও শান্তি পায় না।’

তিনি আরও বলেন, ‘কোনো মানুষ অপরাধ করলে পাপবোধটা অল্প সময়েই শেষ হয়ে যায়। কিন্তু খারাপ আমল কেয়ামত পর্যন্ত থেকে যায়। নিয়ত করেছি, এখন থেকে আমি সবসময় হিজাব পরব এবং আল্লাহ তায়ালার ইবাদত করব।’

মেহজাবির ভাষ্য, ‘আপনি মানুষকে খুশি করার যতই চেষ্টা করুন, মানুষ কখনই আপনার কদর করবে না। এর চেয়ে ভালো আপনি আল্লাহকে খুশি করার কাজে সময় ব্যয় করুন। এতে আমার এবং আপনার আখিরাত সুন্দর হবে।’

সবশেষে তওবা করে শান্তি পাওয়ার কথা জানিয়ে তিনি লিখেছেন, ‘আল্লাহর কাছে তওবা করে যে শান্তি পেয়েছি, তা আমি মুখে বলে প্রকাশ করতে পারব না। আমি যে শান্তি খুঁজছিলাম তা আমি আল্লাহর ইবাদতে পেয়েছি। আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দিন এবং আমাকে নেক রাস্তায় চলার তওফিক দান করুন।’

উল্লেখ্য, এরআগে ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে অভিনয়কে বিদায় জানিয়েছেন বলিউড অভিনেত্রী জাইরা ওয়াসিম ও সানা খান। সানা খান ২০২০ সালের অক্টোবরে বিনোদন অঙ্গন ত্যাগ করেন। আর ২০১৯ সালের জুনে অভিনয়কে বিদায় জানান জাইরা ওয়াসিম। অভিনয় ছাড়ার কারণ হিসেবে তারা এই পেশাকে ইসলাম ধর্মের সঙ্গে সাংঘর্ষিক হিসেবে উল্লেখ করেন।



 

Show all comments
  • Bahulul karim ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ১১:১১ পিএম says : 0
    Alhamdulillah.
    Total Reply(0) Reply
  • Abul Hossen ২৬ ফেব্রুয়ারি, ২০২২, ৭:০৬ পিএম says : 0
    Amin
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ