Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে হিজাবের পক্ষে টুইট করে অভিনেতা গ্রেফতার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ১১:১৭ এএম

ভারতের বিজেপি শাসিত কর্ণাটকে হিজাবের পক্ষ নিয়ে হাইকোর্টের বিচারপতির সমালোচনা করে টুইট করায় গ্রেফতার হয়েছেন অভিনেতা কুমার অহিংস। তাকে গ্রেফতার করেছে রাজ্যটির পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন রাজ্যটির কেন্দ্রীয় বিভাগের উপ-পুলিশ কমিশনার এম এন অনুছেথ।

এম এন অনুছেথ বলেন, ‘কর্ণাটক সিনেমার অভিনেতা ও অ্যাক্টিভিস্ট চেতন কুমার অহিংসকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু সিটি পুলিশ। তার একটি টুইটের ভিত্তিতে শেশাদ্রিপুরম থানায় মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ইন্ডিয়ান প্যানেল কোড (আইপিসি) ৫০৫ (২) এবং ৫০৪-এর অধীনে একটি নিজস্ব এফআইআর দায়ের করা হয়েছে।’

জানা গেছে, কর্ণাটকের স্কুল-কলেজে মুসলিম মেয়েদের হিজাব পরা নিষেধাজ্ঞার বিরুদ্ধে কর্ণাটকের হাইকোর্টে আবেদনের শুনানিতে অংশ নেওয়া বিচারপতি কৃষ্ণা দীক্ষিতের সমালোচনা টুইট করার জন্যই চেতনকে গ্রেফতার করা হয়েছে। টুইটে, এই অভিনেতা ২০২০ সালের একটি ধর্ষণ মামলার ঘটনা উল্লেখ করেন, যখন এই বিচারক ধর্ষণের অভিযোগকারী এক মহিলার আচরণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। পরে বিচারপতি দীক্ষিতের মন্তব্য তুমুল সমালোচনার মুখে পড়লে তা আদেশ থেকে মুছে ফেলা হয়।

এদিকে চেতনকে গ্রেফতার করায় রাজ্যটির পুলিশ প্রশাসনের উদ্দেশ্য নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন।

উল্লেখ্য, অভিনেতা চেতন ভারতীয় বংশোদ্ভূত একজন মার্কিন নাগরিক ও একজন ফুলব্রাইট স্কলার। অভিনয়ের পাশাপাশি তিনি একজন আক্টিভিস্ট, যিনি কর্ণাটকে বেশ কয়েকটি ডানপন্থী বিরোধী বিক্ষোভের সঙ্গে আগে থেকেই জড়িত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ