Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লক্ষ্য আগামী নির্বাচন

দল গুছিয়ে প্রচারণায় নামবে আ.লীগ

ইয়াছিন রানা | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০০ এএম

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট করে দল গোছানোর কাজ শুরু করেছে ক্ষমতাসীনরা। আগামী তিন মাসের মধ্যে দল গোছানোর কাজ সম্পন্ন হলে জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু করবে ক্ষমতাসীনরা। প্রতিটি নির্বাচনী আসনে ‘এমপি প্রার্থী পরিচিতি সভা’ অনুষ্ঠিত হবে। প্রত্যেক এমপি প্রার্থী তারা দলের নেতাকর্মীদের সামনে তাদের বক্তব্য উপস্থাপন করবেন। একদিকে দলীয় কমিটি গঠন, অপর দিকে প্রার্থীদের প্রচারণায় আওয়ামী লীগের ভীত আরো মজবুত হবে মনে করছেন দলটির নেতারা।

আওয়ামী লীগের হাই-কমান্ডের নেতারা জানান, আগামী তিন মাসের মধ্যে মেয়াদোত্তীর্ণ জেলা ও উপজেলা কমিটির সম্মেলনের নির্দেশনা দেয়া হয়েছে। ইতোমধ্যে আওয়ামী লীগের ৭৮টি সাংগঠনিক জেলার মধ্যে ৩৫টিতে সম্মেলন শেষ হয়েছে। এপ্রিল মাসে পবিত্র মাহে রমজান থাকার কারণে সাংগঠনিক কাজের গতি কিছুটা কম থাকলেও মে মাসের মধ্যে জেলা ও উপজেলায় সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে। পরবর্তীতে শোকাবহ আগস্ট মাসের পর জোরেসরে নির্বাচনী প্রচারণে নামা হবে। এর মধ্যে প্রধান্য থাকবে সরকারের উন্নয়ন প্রচার করা এবং অনলাইন অপপ্রচার রুখে দেয়া। এজন্য আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপ-কমিটি প্রায় এক লাখ অনলাইন এক্টিভিস্ট তৈরী করেছে। বিশেষ সূত্র জানায়, এছাড়া সরকারের তরফ থেকে ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে গুজব প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য।

দলের কেন্দ্রীয় নেতারা জানান, দ্বাদশ নির্বাচনের এক বছর সময় হাতে রেখে দলকে একটি শক্ত ভীতের উপর দাড় করাতে চাচ্ছেন নেতারা। নির্বাচনের আগে কেন্দ্র থেকে শুরু করে দলের সর্বস্তরে নতুন নেতৃত্ব আনা হবে। গত ইউপি নির্বাচনে যারা বিদ্রোহী হয়ে বহিষ্কার হয়েছেন, যাদের শোকজ করা হয়েছে তাদের কোন পর্যায়ের কমিটিতে গুরুত্বপূর্ণ পদে না রাখতেও নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া যেসব নেতাদের নামে মাদক, চাঁদাবাজি, দখলবাজি, হত্যাসহ বিভিন্ন অপকর্মের জন্য মামলা রয়েছে তাদের পদে আনা হবে না। প্রত্যেকটি সম্মেলনের মাঠে সবার সামনে প্রার্থীদের নাম উন্মুক্ত করে মতামত চাওয়া হচ্ছে। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তা সম্মেলনের মাঠেই বলার সুযোগ দেয়া হচ্ছে এবং মাঠেই কমিটি ঘোষণা করা হচ্ছে।

এ বিষয়ে আট বিভাগের আট সাংগঠনিক টিম তাদের কাজের খসড়া প্রস্তুত করছেন। তৃণমূল সংগঠনকে তাদেরকাজ বুঝিয়ে দিচ্ছেন; কখন সম্মেলন করা যাবে তা নির্ধারণ করছেন।
এ বিষয়ে আওয়ামী লীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ইনকিলাবকে বলেন, যেসব নেতাদের নামে হত্যা, চাঁদাবাজিসহ নানা অপরাধের কারণে মামলা রয়েছে তাদের পদ দেয়া হবে না। যারা বিগত নির্বাচনে বিদ্রোহী হিসেবে নির্বাচন করেছেন তাদেরও পদ দেয়া হবে না। তিনি জানান, রাজশাহী বিভাগে দুইটি জেলায় সম্মেলন বাকী- ২৮ ফেব্রুয়ারি এবং ৩১ মার্চ নওগাঁ।

আগামী নির্বাচনের প্রস্তুতির বিষয়ে এস এম কামাল বলেন, জেলা সম্মেলনের পর প্রত্যেকটি আসনের এমপি প্রার্থীদের নিয়ে পরিচিতি সভা করা হবে। এমপি প্রার্থীরা নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে তাদের বক্তব্য উপস্থাপন করার সুযোগ পাবে। এবং এসব সভায় তারা প্রত্যেকেই ওয়াদা করবেন যিনি নৌকা পাবেন তারা সবাই নৌকার পক্ষে কাজ করবেন।
আওয়ামী লীগের নেতারা বলেন, জেলা উপজেলায় সম্মেলন করা খুব কঠিন কাজ। পদ হারানোর ভয়ে কেউ সম্মেলন করতে চায় না। সম্মেলনের তারিখ দিবে দিবে করেও ছয় মাস কাটিয়ে দেয়। জেলা- উপজেলা নেতাদের পিছনে লেগে থেকে সম্মেলন করতে হয়।

গতকাল অনুষ্ঠিত বরিশাল বিভাগের সাংগঠনিক সভায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, তিন মাসের মধ্যে জেলা, উপজেলা, ইউনিয়নকে ঢেলে সাজানোর নির্দেশনা দেয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের সঙ্গে আমরা যোগাযোগ করবো। যেখানে সম্মেলন বাকি আছে সেগুলো সম্পন্ন করবো। আগামী ১২ মার্চ সকাল একটি ভার্চুয়াল সভা হবে। বরিশাল বিভাগ দিয়ে শুরু করবো। জেলা উপজেলা ও ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ থেকে নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয়। নাছিম জানান, বরিশালের মোট ৪টি জেলার সম্মেলন বাকি আছে। পিরোজপুর ও বরগুনায় ৭ মার্চের আগে জেলায় গিয়ে বর্ধিত সভা করা হবে।

গত ৮ ফেব্রুয়ারি গণভবনে দলের সভাপতিমন্ডলীর সভায় আগামী নির্বাচনের প্রস্তুতি নেয়া নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। দলীয় সূত্র মতে, ২০২৩ সালের ডিসেম্বর অথবা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সাপ্তাহে দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তাই আগামী বছর নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে আগস্টের পর কয়েকটি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, সহযোগী সংগঠন যেমন মহিলা লীগ, যুব মহিলা লীগ, তাতী লীগ, ভাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগের সম্মেলনের কথা ভাবছে ক্ষমতাসীনরা।



 

Show all comments
  • ম নাছিরউদ্দীন শাহ ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ১:৪৭ এএম says : 0
    নিঃস্বার্থ ভাবেই নির্লোভ ভাবে মাননীয় প্রধানমন্ত্রীর ভীশনারি লিডারশিপের উন্নয়ন অগ্রগতি বিশ্বের বাংলাদেশের মর্যাদাবান রাষ্ট্রের পরিচিতি। বাংলাদেশ কে একটি আত্মমর্যাদাশীল দেশ অর্থনৈতিক শক্তিশালী বাংলাদেশের পরিচিতি বাংলাদেশের এই বিষ্ময় অগ্রগতির মহানায়ক বঙ্গবন্ধুর কন‍্যার পক্ষে মতামতের গুরুত্বপূর্ণ কলামে হাজার হাজারো আমার লিখা প্রকাশ করে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে দায়িত্বশীল কমল লিখনীর মাঝেই নিজকে সম্মানিত করেছি। আওয়ামীলীগ পক্ষেই আন্তর্জাতিক অঙ্গনে বহুবার শান্তির পক্ষে সংগত ভাবেই বাংলাদেশের দশ ভাগের একভাগ পার্বত্য চট্টগ্রামের শান্তি প্রতিষ্টারজন্যে শান্তিতে নোবেলজয়ী পুরুস্কার থেকে বঞ্চিত হওয়াই বহুবার লিখেছি। রক্তাক্ত জনপদ সারিবদ্ধ লাশের ক্ষতবিক্ষত ছবি বাংলাদেশের মানুষ দেখেছে। হাজারো মানুষের জীবন বাচানোর জন্যেইতো শান্তির পক্ষের কাজ। নোবেলজয়ী কাজ। নোবেল কমিটির কাছে তথ্য উপাত্ত পরিসংখ্যান পৌছায়নী। অথচ বাংলাদেশের মানুষ দেখেছেন সুদের ব‍্যবসা ভিটামিন সি হলো নোবেলের জন্যে। পকৃত শান্তি পক্ষের দিশারী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বঞ্চিত করা হলো। একমাত্র হিংসাত্মক রাজনীতি আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে। নিকট অথিত মায়ানমার সামরিক জান্তার ভয়ানক ভয়াবহ প্রকাশ‍্যে গনহত‍্যার আগুনের লেলিহান শিখা লক্ষ লক্ষ মানুষের গগন বিদায়ী আত্মনাদ ক্ষতবিক্ষত শিশু নারী পুরুষের বৃদ্ধা কাফেলা বাংলাদেশের দিকে পৃথিবীর সব দেশের অনুরোধ। বাংলাদেশের প্রধানমন্ত্রী লক্ষ লক্ষ মানুষের জীবন বাচানোর জন্যে সেদিন বলেছিলেন প্রযোজনে একবেলা খাব। মানবতার ইতিহাস মানব কল‍্যানের ইতিহাসে মানুষের জীবন বাচানো দশ লাখের ও অধিক মানুষের আশ্রয় দানের জন্যে। শতভাগ নিশ্চিত ছিলো বাংলাদেশের প্রধানমন্ত্রী এভার শান্তিতে নোবেল প্রাইজ নোবেলজয়ী হবেন। বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রধানমন্ত্রী কে শান্তির পক্ষে নোবেল কমিটি অন্ধ বধির হয়ে দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের কবলে পড়েই মাননীয় প্রধানমন্ত্রী কে নোবেল প্রাইজ থেকে বঞ্চিত করলো। বাংলাদেশের ঐক্যবদ্ধ নাগরিক সমাজকাঠামোয় মধ্যে জ্ঞানী গুনী বিজ্ঞ বিবেকবান মানুষের কাছে বঙ্গবন্ধুর শ্রেষ্ট সম্পদের মাঝে দুটি জীব্ন্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাশেখ রেহানা জাতির নিকট অমূল্য সম্পদ। বাংলাদেশ অর্থনৈতিক পরাশক্তি হবে। আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ষড়যন্ত্রের কবলে পড়তে বাংলাদেশ ও বাংলাদেশের শক্তিশালী অর্থনীতি উন্নয়ন অগ্রগতি শক্রদের বিরুদ্ধে প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশের একমাত্র পরিচিতি শক্তি সাহস বিশ্বের প্রভাবশালী নেতাদের একজন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতদ্র প্রহরী মাননীয় প্রধানমন্ত্রীর গৌরবময় সব কর্মকাণ্ড মানবতার সকল চিত্র। ভীশনারি লিডারশিপ কর্মযজ্ঞ বাংলাদেশ উন্নয়নশীল পৃথিবীর মর্যাদাবান দেশের প্রতিষ্টাতা এই সকল কথা গুলো তৃণমূল পৌছানোর দায়িত্ব আপনাদের নিতে হবে। শক্তিশালী ভাবেই। সাধারণ মানুষের ভালোবাসা নিতে হবে। রাষ্ট্র ক্ষমতাই থেকে হাজারো মানুষের ঘর নির্মাণ। হাজার কোটি টাকার আল্লাহর ঘর মসজিদ নির্মাণের কাজ। মহামারীতে লক্ষ কোটি প্রনোদনা। দেশের বিশালাকার কর্মযজ্ঞ পদ্ধাসেতু দির্শমান। রোপপুর পারমানবিক প্রকল্প। বাংলাদেশের বিদ‍ুৎ যুগান্তকারী উন্নয়ন। মেট্রোরেল। ইকোনমিক জোন ভীষন মহাপরিকল্পনা ইত্যাদির বাস্তবতা বাস্তব চিত্র দির্শমান নব দিগন্তের বাংলাদেশ প্রতিষ্টাতা কে গভীর শ্রদ্ধাভরে বাংলাদেশের মানুষের কাছে পৌছানোর দায়িত্ব নিতে হবে। আওয়ামীলীগ তৃণমূল থেকে শক্তিশালী। প্রযোজন ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাওয়া। শিরোনাম আগামী নির্বাচন সফলতার মাঝে দেশের ভাগ‍্য বাংলাদেশ বিশ্বের মাঝে শক্তিশালী হবে না আবার ভিখারীর দেশে পরিচিতি হবে। দেশের মানুষ কে নিদ্ধারণ করতে হবে। শতাব্দীর পর শতাব্দী অপেক্ষা করে কোন ভাগ‍্যবান জাতির নিকট এই রকম শক্তি সাহসিকতা ভীশনারি লিডারশিপ ক‍্যারিশম‍্যাটিক নেতা মিলে। বাংলাদেশ পেয়েছেন। এটি আওয়ামীলীগের সম্পদ নয়। গোটা জাতির সম্পদ এই মহান নেতা বঙ্গবন্ধুর কন‍্যা। তৃণমূল শক্তিশালী সাধারণ জন মানুষের জীবনের নিরাপত্তাব্যবস্থা আইন শৃংখলা বাহিনীর মাঝে মানুষের জানমালের নিরাপত্তা সবকিছু মাঝেই শক্তিশালী নব দিগন্তের বাংলাদেশ আওয়ামীলীগের হাতেই নিরাপদ।চলবে
    Total Reply(0) Reply
  • বুলবুল আহমেদ ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ৫:১৪ এএম says : 0
    ক্ষমতায় থেকে দল গোছানো সহজ
    Total Reply(0) Reply
  • Sazzad Ahmed ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ৯:৩৮ এএম says : 0
    অপপ্রচারের বিরুদ্ধে শক্তিশালী সেল গঠন করতে হবে।
    Total Reply(0) Reply
  • Babu Miah Babu ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ৯:৩৯ এএম says : 0
    যদি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করতে হয় তাহলে তৃতীয় ব্যক্তির কাছে খমতা হস্তান্তর করতেই হবে,এটাই একমাত্র পথ।
    Total Reply(0) Reply
  • Nazrul Islam ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ৯:৪৬ এএম says : 0
    আপনারা বাংলাদেশকে একটি নতুন নির্বাচন উপহার দিন
    Total Reply(0) Reply
  • Md. Delowar Hossain ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ৯:৪৬ এএম says : 0
    সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন চাই।
    Total Reply(0) Reply
  • Sheikh Nasir Ahmed ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ১০:০৬ এএম says : 0
    এদেশের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছে সফল হয়েছে, আরও বেশি করে মানুষের দুঃখ দূর করার জন্য নতুন নতুন চিন্তা চেতনায় জননেত্রী শেখ হাসিনা। সফল হবো ইনশাআল্লাহ
    Total Reply(0) Reply
  • Amin Ruhul ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ১০:০৬ এএম says : 0
    দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এতেই বাংলাদেশের সাধারণ জনগণ খুশি হবে
    Total Reply(0) Reply
  • Abdul Mannan Shahin ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ১০:০৯ এএম says : 0
    আমাদের বাংলাদেশকে কেউ দাবিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ,, শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে,, আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক।
    Total Reply(0) Reply
  • Momtaj Munni ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ১০:১০ এএম says : 0
    দেশকে সঠিক পথে নেবার লক্ষে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিজ্ঞাবদ্ধ। আমি আশাবাদী।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ