মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পুলিশ আর আধাসামরিক বাহিনী পরিবেষ্টিত হয়ে উত্তর প্রদেশের লাখিমপুরে ভোট দিয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র। বুধবার ভোট কেন্দ্রে গেলে বিক্ষোভের মুখে পড়েন এই মন্ত্রী। তার ছেলে আশীষ মিশ্র ওই এলাকায় গাড়ি চাপা দিয়ে চার কৃষককে হত্যার ঘটনায় অভিযুক্ত। গত বছরের কৃষক বিক্ষোভের সময় ওই হত্যাকাণ্ডে অভিযুক্ত ছেলের বিষয়ে চাইলে অজয় মিশ্র সাংবাদিকদের উদ্দেশে ভি (বিজয়) চিহ্ন দেখান। হত্যাকাণ্ডের ঘটনায় গত বছরের অক্টোবরে গ্রেফতার হয়েছিলেন মন্ত্রীপুত্র আশীষ মিশ্র। উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের প্রচারণার মধ্যে গত সপ্তাহে জামিনে বেরিয়ে আসেন তিনি। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, ভোট দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন অজয় মিশ্র। সংবাদমাধ্যমের বিপুল সংখ্যক কর্মী তাকে ঘিরে ধরলে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যরা তাকে ঘিরে ধরে। সামনে আগাতে নিজেও ধাক্কা দেন মন্ত্রী অজয় মিশ্র। কাছে পৌঁছাতে ব্যর্থ হয়ে মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করতে তার নাম ধরে চিৎকার করতে থাকেন সংবাদকর্মীরা। কোনও ভোটার এতো বিপুল নিরাপত্তা নিয়ে ভোট কেন্দ্রে যেতে পারেন কিনা সেই প্রশ্নও উঠেছে। নরেন্দ্র মোদি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র। এই সিনিয়র বিজেপি নেতার উত্তর প্রদেশের পূর্বাঞ্চল, বিশেষ করে লাখিমপুরে ব্যাপক প্রভাব রয়েছে। হত্যায় অভিযুক্ত ছেলে সম্পর্কে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর খুব কম দেন এই বিজেপি নেতা। গত বছর সাংবাদিকদের ওপর চড়াও হতে দেখা যায় তাকে। উল্লেখ্য, ভারতের উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের ৫৯ আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।