বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোরের মনিরামপুরে ধান খেতের আইলে এক নারীর মরদেহ পাওয়া গেছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) দিকে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের আগরহাটি গ্রামের মাঠে মরদেহ উদ্ধার করে পুলিশ।
মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জাহানারা বেগম (৪৫) নামে এই নারী উপজেলার জয়নগর গ্রামের মৃত লুৎফর বিশ্বাসের স্ত্রী। তাঁর বাবার বাড়ি শ্যামকুড় ইউনিয়নের আগরহাটি গ্রামে। তিনি ওই গ্রামের মৃত এরশাদ বিশ্বাসের মেয়ে। ওই নারীর বাবার এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার হয়েছে।
আগরহাটি এলাকার ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলু বলেন, জাহানারার বাবার বাড়ি আমার এলাকায়। মনিরামপুর বাজারের পাশে জয়নগরে ওনার স্বামীর বাড়ি। সকালে মাঠে তাঁর মরদেহের খবর শুনে থানায় ফোন দিলে পুলিশ আসে।
জাহানারার মৃত্যুর কোনো কারণ এখনো পাওয়া যায়নি। কীভাবে তাঁর মরদেহ মাঠে আসল জানা যাচ্ছে না। তবে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয়রা ওই নারীকে মোটরসাইকেল থেকে সুন্দলপুর বাজারে নামতে দেখেছেন বলে জানা গেছে।
নিহতের মেয়ে শাহিমা বলেন, ‘আড়াই বছর আগে আমার বাবা মারা গেছেন। আমরা তিন ভাই বোন। আমার শ্বশুর বাড়ি ফুলতলায়। দুই ভাই বেশ কদিন শ্বশুর বাড়ি থাকছেন। মা একা বাড়ি ছিলেন।’
শাহিমা আরো বলেন, ‘মঙ্গলবার বিকেলে মার সাথে মোবাইলে কথা হয়েছে। মা বলেছিল, তাঁর মোবাইলে সমস্যা হয়েছে। মোবাইল মেরামত করে সন্ধ্যায় আবার কথা বলবেন। রাতে আর কথা হয়নি। বুধবার সকালে মার মরার খবর পাইছি। আমার মাকে কেউ ডেকে নিয়ে মেরে ফেলেছে।’
জাহানারার মা রাশিদা বেগম বলেন, ‘এক-দেড় মাস হবে মেয়ে আমাদের বাড়ি আসে না। কি করে আজ ওর লাশ এখানে এসেছে বলতে পারব না।’
এদিকে খবর পেয়ে মনিরামপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্মকর্তারা এবং মনিরামপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) সমেন বিশ্বাস বলেন, মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কি করে তিনি মারা গেছেন এখনও জানা যায় নি।
মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, মরদেহের ব্যাপারে উপস্থিত কিছু জানা যায়নি। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।