Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিনব প্রতিবাদ! যোগীর সভার মাঠে গরু ছেড়ে দিলেন কৃষকরা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২২, ২:৩৯ পিএম

বুধবার চতুর্থ দফার বিধানসভার নির্বাচন উত্তরপ্রদেশে। তার ঠিক আগের দিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জনসভার মাঠে কয়েকশো গরু ছেড়ে দিল কৃষকরা। উত্তরপ্রদেশের বারাবাঁকিতে ঘটেছে এই ঘটনা। এলাকায় গরুর দৌরাত্ম্য কী হারে বাড়ছে তা বোঝাতেই এই প্রতীকী প্রতিবাদ বলে জানা গিয়েছে।

কৃষক নেতা রমণদীপ সিং মান একটি ভিডিও শেয়ার করেন টুইটারে। সেখানে দেখা গিয়েছে খোলা মাঠে চড়ে বেড়াচ্ছে কয়েকশো গরু। ওই নেতা ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘বারাবাঁকিতে যোগী আদিত্যনাথের জনসভায় শয়ে শয়ে গরু ছেড়ে দিলেন কৃষকরা। আসলে এই ‘বেওয়ারিশ’ গবাদি পশুদের হাত থেকে মুক্তি না পেয়েই কৃষকরা এই পথ বেছে নিয়েছেন। গত পাঁচ বছরে উত্তরপ্রদেশ সরকার কোনও সমাধান খুঁজে পায়নি এই সমস্যার। এখন দেখার অনুষ্ঠানের আগে বিজেপি এর কী সমাধান করে।’

এখনও পর্যন্ত যোগী কিংবা বারাবাঁকি প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। কিন্তু কাল বিকেলেই রাজ্যের মুখ্যমন্ত্রী একটি ভিডিও শেয়ার করেন। সেটি গত সপ্তাহে মোদির একটি জনসভার অংশ। সেখানে প্রধানমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে, ১০ মার্চের পরে বেওয়ারিশ গবাদি পশু সংক্রান্ত সমস্যার সমাধান করা হবে। এমনকী, যে গরুরা দুধ দেয় না, তাদের গোবর বিক্রি করে অর্থ উপার্জনের ব্যবস্থার প্রতিশ্রুতিও দিয়েছেন মোদি।

এই ভাবেই সরাসরি কিছু না বলেও ভিডিও শেয়ার করে সমস্যাটিকে যেন স্বীকৃতি দিলেন যোগী। এদিকে কংগ্রেস এই ইস্যুকে কেন্দ্র করে আক্রমণ শানিয়েছে। এখন দেখার, এরপর যোগী কিংবা উত্তরপ্রদেশের কোনও বিজেপি নেতা এই নিয়ে সরাসরি মুখ খোলেন কিনা। সূত্র: টাইমস নাউ।



 

Show all comments
  • jack ali ২৩ ফেব্রুয়ারি, ২০২২, ৪:৫০ পিএম says : 0
    Excellent,,,, these cow should attack Muslim Hater Barbarian BJP, RSS, SHIVENEA AND HINDU PRIEST
    Total Reply(0) Reply
  • Md. Amir Hossain Sardar ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ৮:০২ পিএম says : 0
    সনাতন ধর্মাবলম্বীদের ভূল ধর্ম বিশ্বাস এবং বাস্তব অবস্থা বিবেচনায় গলদ থাকার কারনে মুসলিম নারীদের হিজাব ক্ষতিকর মনে হচ্ছে। নারীজাতি শালীন পোশাক ও হিজাব দ্বারা আবৃত হলে পুরুষের আকর্ষণ কম হওয়ার সুবাদে নিরাপত্তার নিশ্চয়তায় সহায়ক হয় । এর বিপরীতে অনাবৃত শরীরে নারীর বের হওয়ার পরিনাম সারা ভারতজুড়ে আমরা সবাই দেখতে পাচ্ছি । এমতাবস্থায়, শুধু মুসলিম নয়, সকল ধর্মের নারীদের উচিত শালীন পোশাক পরিধান করে বের হওয়ার নিয়ম করা ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ