Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেনে পুতিনের আগ্রাসনকে ‘জিনিয়াস’ বলে প্রশংসা ট্রাম্পের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২২, ১২:৩১ পিএম

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা পাঠানোর নির্দেশ দেওয়ায় তাকে ‘জিনিয়াস’ (প্রতিভাবান) প্রশংসা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার ডানপন্থী একটি রেডিও শোতে হাজির হলে ট্রাম্পের কাছে পুতিনের সেনা পাঠানোর জবাবে বাইডেনের প্রতিক্রিয়ার বিষয়ে জানতে চাওয়া হয়। বার্তা সংস্থা এএফপির বরাতে সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এ খবর জানিয়েছে।

গত সোমবার পূর্ব ইউক্রেনের দুটি অঞ্চলকে পুতিন স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন। এ বিষয়ে রেডিও অনুষ্ঠানের উপস্থাপক জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘গতকাল আমি টেলিভিশনে ভাষণ চলতে দেখছিলাম। (দেখে) আমি বললাম, এটা সত্যিই জিনিয়াস! পুতিন ইউক্রেনের বড় একটি অংশকে স্বাধীন ঘোষণা করলেন। ওহ! এটা দারুণ একটা ব্যাপার।’

ট্রাম্প আরও বলেন, পুতিনের কৌশল ছিল খুবই ‘স্মার্ট’। মেক্সিকো সীমান্তে যুক্তরাষ্ট্রও এমন কৌশল অবলম্বন করতে পারত। তবে, কী ধরনের কৌশল, সে ব্যাখ্যা দেননি ট্রাম্প।

পরে পৃথক বিবৃতিতে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, জো বাইডেন যদি পরিস্থিতি ভালোভাবে সামাল দিতে পারতেন, তাহলে ইউক্রেনের এ সংকট এড়ানো যেত।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি ভ্লাদিমির পুতিনকে ভালো করে চিনি। পুতিন এখন যা করছেন, ট্রাম্প প্রশাসনের সময় কখনোই এমন কিছু করতেন না।’
এ ছাড়া পূর্ব ইউক্রেনে পুতিনের রুশ সেনা পাঠানোর নির্দেশ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘এখন এটা শুরু হয়ে গেছে। জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে। পুতিন সব সময় যা চান, এখন তিনি শুধু তাই পাচ্ছেন না, বরং এর চেয়ে বেশি কিছু পাচ্ছেন। তেল ও গ্যাসের দাম বৃদ্ধির কারণে (মস্কো) আরও ধনী হচ্ছে।’ মস্কোর স্থানীয় সময় গত সোমবার রাতে রুশ প্রেসিডেন্ট পুতিন পূর্ব ইউরোপের দুই অঞ্চল-দানেস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন। পুতিন এ দুটি অঞ্চলকে স্বাধীনতার স্বীকৃতি দেওয়ার পর এর নিন্দা জানান বিশ্ব নেতৃবৃন্দ।

এছাড়া ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করে ট্রাম্প রুশ প্রেসিডেন্টের প্রশংসা করে আরো বলেন, ‘বলতে পারেন এটা খুবই বুদ্ধির কাজ। আর আপনারা জানেন বাইডেন কি প্রতিক্রিয়া দেখিয়েছেন? কোনও প্রতিক্রিয়া দেখাননি।’ সূত্র: বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ