Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবশেষে আসছে মনোজ বাজপেয়ীর ‘দ্য ফ্যামিলি ম্যান-৩’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২২, ১১:৩৮ এএম

প্রথম দুটি টান টান সিজনের পর স্বাভাবিকভাবেই দ্য ফ্যামিলি ম্যান ফ্র্যাঞ্চাইজের কাছ থেকে মানুষের আশা অনেকটাই বেড়ে গেছে। এই জনপ্রিয় ওয়েব সিরিজের তৃতীয় ভাগ যে আসছে, তার আভাস সিজন ২-এর শেষেই দেওয়া ছিল। এবার জানা গেল কবে থেকে শুরু হবে দ্য ফ্যামিলি ম্যান সিজন ৩-এর শ্যুটিং।

জানা গেছে, সব ঠিক থাকলে এ বছরের শেষেই শ্যুটিং শুরু হবে ‘দ্য ফ্যামিলি ম্যান-৩’র। ইতোমধ্যে চিত্রনাট্যের উপর কাজ শুরু করে দিয়েছেন রাজ এবং কৃষ্ণ। এখানেও প্রধান ভূমিকায় দেখা যাবে সেই মনোজ বাজপেয়ীকে। তার স্ত্রীর ভূমিকায় থাকবেন প্রিয়মণি। আর দেখা যাবে শারিব হাশমিকেও ।

করোনা মহামারীর প্রেক্ষাপটে চীন ও উত্তর পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থা ঘিরে এগোবে তৃতীয় পর্বের কাহিনী। সম্ভবত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অলিগলি থাকবে সেই গল্পের কাহিনীতে। তাই কোভিড-যুদ্ধের নেপথ্যেই কি এবার জঙ্গি-যোগ ঠেকাবেন ‘ফ্যামিলি ম্যান’ মনোজ বাজপেয়ী? এই প্রশ্ন এখন শুধু ঘুরপাক খাচ্ছে দর্শকদের মনে। তবে আশা করা যাচ্ছে, এর উত্তর মিলবে শিগগিরই। শ্রীকান্ত তিওয়ারির কেরামতি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ওটিটির দর্শকরা।

উল্লেখ্য, ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন ১-এ ‘শ্রীকান্ত তিওয়ারি’ ওরফে মনোজ তো বটেই, তার স্ত্রীর ভূমিকায় দক্ষিণী অভিনেত্রী প্রিয়ামণি এবং সহকারী ‘জে কে’র চরিত্রে শরীব হাসমীও প্রশংসা পেয়েছেন সমানতালে। অন্যদিকে, সিজন ২-এ জঙ্গি নেত্রীর ভূমিকায় নজর কেড়েছিলেন আরেক দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভুও।


সূত্র- এই সময়



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ