প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আবারও প্রেক্ষাগৃহে আসছে গাজী রাকায়েতের সিনেমা ‘গোর’। সদ্যই জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০-এ সর্বাধিক ১১টি পদক জেতে সিনেমাটি। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) থেকে রাজধানীর শ্যামলী সিনেমা হলে চলবে ‘গোর’। বিষয়টি নিশ্চিত করেছেন গাজী রাকায়েত নিজেই।
গণমাধ্যমকে তিনি বললেন, ‘এখন পর্যন্ত শ্যামলী সিনেমা হল চূড়ান্ত। প্রতিদিন চারটা করে শো হবে। মুক্তির কারণ, ছবিটি পুরস্কৃত হওয়ায় অনেকের আগ্রহ জন্মেছে। তাই যারা আগে দেখেননি, তারা যেন এটি দেখতে পারেন, সেজন্যই রিলিজের উদ্যোগ নিয়েছি।’
শ্যামলী সিনেমা হল কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার থেকে দৈনিক চারটি প্রদর্শনী থাকছে ‘গোর’ এর। প্রথম শো দুপুর ১২টায়। এরপর ২টা ৪০মিনিটে একটি, বিকেল ৫টা ৩০ মিনিটে একটি এবং শেষ শো’টি রাত ৮টায়।
২০২০ সালের ডিসেম্বরে সিনেমাটি মুক্তি পায় দেশের একটি মাল্টিপ্লেক্সে। এছাড়া ২০২১ সালের এপ্রিলে আমেরিকাসহ ওটিটি প্ল্যাটফর্মে আসে। সরকারি অনুদানের এ সিনেমাটি একই সঙ্গে বাংলা ও ইংরেজি ভাষায় নির্মিত হয়েছে। সিনেমাটি পরিচালনা-অভিনয়ের পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্য-কাহিনিও গাজী রাকায়েতের।
ইমপ্রেস টেলিফিল্মের সহ-প্রযোজনায় এতে গাজী রাকায়েত ছাড়াও অভিনয় করেছেন—মামুনুর রশীদ, দিলারা জামান, এসএম মহসিন, মৌসুমী হামিদ, সুষমা সরকার, দীপান্বিতা, শামীমা তুষ্টি ও অর্থা প্রমুখ।
উল্লেখ্য, সদ্য ঘোষিত ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০’ এ যৌথভাবে ‘বিশ্বসুন্দরী’র সাথে ‘শ্রেষ্ঠ ছবি’র পুরস্কার জিতে নিয়েছেন সহপ্রযোজক ফরিদুর রেজা সাগর ও গাজী রাকায়েত। এ ছাড়াও শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক গাজী রাকায়েত (গোর), শ্রেষ্ঠ অভিনেত্রী দীপান্বিতা মার্টিন (গোর), শ্রেষ্ঠ কাহিনিকার গাজী রাকায়েত (গোর), শ্রেষ্ঠ চিত্রনাট্যকার গাজী রাকায়েত (গোর), শ্রেষ্ঠ সম্পাদক মো. শরিফুল ইসলাম, শ্রেষ্ঠ শিল্পনির্দেশক উত্তম কুমার গুহ (গোর), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক যুগ্মভাবে পঙ্কজ পালিত ও মো. মাহবুব উল্লাহ নিয়াজ (গোর), শ্রেষ্ঠ শব্দগ্রাহক কাজী সেলিম আহম্মেদ (গোর), শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা এনামতারা বেগম (গোর), শ্রেষ্ঠ মেকআপম্যান মোহাম্মদ আলী বাবুল (গোর) পুরস্কার অর্জন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।