Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিষেধাজ্ঞা কাটিয়ে ভারতে ফেরদৌস, সঙ্গে অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২২, ১১:১২ এএম

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ। তবে ২০১৯ সালে পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে বিপাকে পড়েন ফেরদৌস। ভারত থেকে তাকে দ্রুত বাংলাদেশে ফিরে আসতে হয় তাকে। পাশাপাশি ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বাতিল করা হয় তার ভিসা। অবশেষে নিষেধাজ্ঞা তুলে ভিসা দিলে দুই বছর পর ভারতে গেলেন ‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত তারকা।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ফেরদৌস ভারতে গেছেন আগরতলায় ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’- এ পারফর্ম করতে। সেখানে হোটেল পোলো টাওয়ারে উঠেছেন তিনি। তার সঙ্গে আছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসসহ আরও অনেকে। হোটেলে ওঠার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন অপু বিশ্বাস। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আগরতলা’।

ঢাকা ছেড়ে ভারতের উদ্দেশ্যে বিমানে ওঠার আগে ফেরদৌস বলেন, ‘নিষেধাজ্ঞার ফলে অনেক ক্ষতি হয়েছে আমার। হাতে থাকা কয়েকটা চলচ্চিত্র এবং নতুন আরও কয়েকটি চলচ্চিত্র নিয়ে কথা হচ্ছিল, সেগুলো থেকে সরে আসতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সবচেয়ে বড় ক্ষতি হয়েছে আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের কথা থাকলেও তা করতে পারিনি। ভারতে ভিসা না থাকায় অবশেষে আজ মঙ্গলবার ভারতে যাচ্ছি। ভারতের আগরতলার একটি চলচ্চিত্র উৎসবে পারফর্ম করবো।’

জানা গেছে, আজ (২৩ ফেব্রুয়ারি) থেকে ২ মার্চ পর্যন্ত ভারতের গোয়াহাটি ও আগরতলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম ও দ্বিতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। এই উৎসবে বাংলাদেশ থেকে ফেরদৌস ও অপু বিশ্বাস আরও অংশ নেবেন সংগীতশিল্পী মমতাজ, ফকির শাহাবুদ্দিন, তথ্য সচিব মকবুল হোসেন, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিনসহ অনেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ