Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার জামালদের প্রতিপক্ষ মালদ্বীপ-মঙ্গোলিয়া

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২২, ৯:১৯ পিএম

মার্চে ফিফা উইন্ডোতে দুই প্রীতি ম্যাচ খেলার জন্য অবশেষে প্রতিপক্ষ দল পেল বাংলাদেশ। দল দু’টি হচ্ছে মালদ্বীপ ও মঙ্গোলিয়া। আগামী ২১ ২৯ মার্চ পর্যন্ত ফিফা উইন্ডোতে জামাল ভূঁইয়ারা দু’টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে মালদ্বীপ এবং মঙ্গোলিয়ার বিপক্ষে। ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলার জন্য অনেকগুলো দেশকেই আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আমন্ত্রিত দেশগুলো রাজি হলে হয় নিজেরা গিয়ে তাদের মাঠে খেলবে, না হয় তারা এসে বাংলাদেশের মাঠে খেলবে- দু’টি অপশনই খোলা রেখেছিল বাফুফে। তাদের ডাকে সারা দিয়ে মালদ্বীপ ও মঙ্গোলিয়া বাংলাদেশ জাতীয় দলের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হয়েছে। এরমধ্যে মালদ্বীপে গিয়ে জামালরা প্রথম প্রীতি ম্যাচ স্বাগতিকদের বিপক্ষে ২৪ মার্চ খেলবেন। অন্যটি ২৯ মার্চ বাংলাদেশে এসে খেলবে মঙ্গোলিয়া।

তথ্যটি মঙ্গলবার নিশ্চিত করেছেন বাফুফের সহ-সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ এমপি। তিনি বলেন,‘আমরা লাওস, মঙ্গোলিয়া, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, নেপাল ও ইন্দোনেশিয়ার সঙ্গে আলোচনা করেছিলাম ম্যাচ খেলার জন্য। ওই আলোচনার ভিত্তিতে দুটি দেশের সঙ্গে ম্যাচ খেলা চূড়ান্ত করেছি। ২২ মার্চ মালদ্বীপ যাবে জাতীয় দল এবং সেখানে ২৪ মার্চ ম্যাচ খেলবে জামালরা। পরের দিন বাংলাদেশ দল মালদ্বীপ ত্যাগ করবে এবং দেশে ফিরে এসে সরাসরি সিলেটে যাবে। সেখানে ২৯ মার্চ মঙ্গোলিয়ার বিপক্ষে খেলা হবে।’

গত জানুয়ারিতে ইন্দোনেশিয়ার বালিতে দু’টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার কথা ছিল জামাল ভূঁইয়াদের। কিন্তু জাতীয় দলের ফুটবলারদের করোনাভাইরাসের দুই ডোজ টিকা নেওয়া না থাকায় ইন্দোনেশিয়ার সফরটি বাতিল হয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ