Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘স্বাধীনতা’ ঘোষণা হতেই দোনেৎস্কের রাস্তায় ট্যাঙ্ক

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:৩৮ পিএম

আমেরিকা, ব্রিটেন সহ পশ্চিমী দেশগুলি বারংবার হুঁশিয়ার করেছিল রাশিয়াকে। তবে সেই সব সতর্কবার্তাতে কর্ণপাতই করলেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকালই ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা দোনেৎস্ক এবং লুহানস্ককে স্বাধীন বলে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। আর এরপরই দোনেৎস্কের সড়কে দেখা মিলল ট্যাঙ্কের।

সংবাদ সংস্থা রয়টার্সের এক সাংবাদিক দাবি করেন যে তিনি অন্তত সাতটি ট্যাঙ্ক দেখেছেন দোনেৎস্কে। যদিও এই ট্যাঙ্ক কোন দেশের বা কোন পক্ষের, তা জানা যায়নি। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, এই ট্যাঙ্কগুলির গায়ে কোনও লোগো ছিল না যা থেকে বোঝা যাবে যে এগুলি ইউক্রেন সেনার নাকি রাশিয়ার নাকি বিচ্ছিন্নতাবাদীদের।

এদিকে গতকালই ক্রেমলিনে বসে দোনেৎস্ক এবং লুহানস্কের ‘বিদ্রোহী’ নেতাদের সঙ্গে পারস্পরিক সহযোগিতা এবং বন্ধুত্বের চুক্তি স্বাক্ষর করছেন রাশিয়ার প্রেসিডেন্ট। পুতিন অভিযোগ করেন, পূর্ব ইউক্রেনে অভিযান চালানোর চেষ্টা করছে ইউক্রেন। সেই পরিস্থিতিতে অবিলম্বে কিয়েভকে মস্কোপন্থী বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বন্ধ করতে বলেন পুতিন। পরোক্ষভাবে তিনি যুদ্ধের হুঁশিয়ারিও দেন।

এর আগে গতকাল ইউক্রেন সীমান্ত পেরিয়ে আসা পাঁচ 'অন্তর্ঘাতকারী'-কে হত্যা করার দাবি জানায় রাশিয়ার সেনা। এদিকে রবিবারই বেলারুশ ঘোষণা করে যে রাশিয়া তাদের দেশে সামরিক মহড়ার মেয়াদ বাড়াচ্ছে। এরপরই বিভিন্ন উপগ্রহ চিত্রে দেখা যায় ইউক্রেন সীমান্তে আরও বেশি সংখ্যক অস্ত্র, জওয়ান মোতায়েন করেছে রাশিয়া।

এদিকে পূর্ব ইউক্রেনের দনবাসের থেকে বিস্ফোরণের খবর আসতে থাকে। রাশিয়াপন্থী বিদ্রোহীরা দাবি করে ইউক্রেনের সেনা তাদের উপর হামলা চালাচ্ছে। যদিও পশ্চিমা দেশগুলির দাবি, এই সবটাই রাশিয়ার প্রচার। যুদ্ধের পক্ষে ‘যুক্তি’ সাজানোর প্রেক্ষাপট হিসেবে এই ঘটনাগুলিকে সাজানো হচ্ছে। আর এরই মাঝে গতকাল দুই বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে স্বাধীন ঘোষণা করেন রাশিয়া। সূত্র: রয়টার্স।



 

Show all comments
  • Abu Darda Abu Darda ২২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:৫৩ পিএম says : 0
    আমি চাই যুদ্ধ টা লাগোক,, তাহলে বিশ্ব নতুন করে রাশিয়া কে দেখার সুযোগ পাবে,,,, সে সাথে আম্রিকার ও রাজত্ব চূর্ণ বিচূর্ণ হবে,,,
    Total Reply(0) Reply
  • Sadi Sarker ২২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:৫৩ পিএম says : 0
    যারা রাশিয়ার অথবা আমেরিকার সাপোর্ট করতাছেন তারা বুকার স্বর্গে আছেন তারা কখনো প্রকৃত বন্ধু ছিল না এবং কখনো হবেনা।
    Total Reply(0) Reply
  • Masud Rana ২২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:৫৪ পিএম says : 0
    পুতিন একটা জিনিয়াস লিডার ,চরম একটা খেলা দেখালো ,ইউক্রেনকে দিয়েই ইউক্রেন ঘায়েল ।
    Total Reply(0) Reply
  • MD Belal Hossain Sumon ২২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:৫৫ পিএম says : 0
    ইরাকি সৈন্য কুয়েতে ঢুকার সাথে সাথে আমেরিকা ইরাক আক্রমন শুরু করেছে, এখন আমেরিকার সেই সাহস নেই?
    Total Reply(0) Reply
  • Bacheu Rahaman ২২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:৫৫ পিএম says : 0
    পুতিন এর এই আত্মঘাতী সিদ্ধান্তে রাশিয়া টুকরো টুকরো হয়ে যেতে পারে, আমেরিক ও তার সহ যোগী দের বিরুদ্ধে রাশিয়াকে যুদ্ধ করার উস্কানি চীন দিয়ে চলেছে, সত্যিই যদি পুরোদস্তুর যুদ্ধ শুরু হয় এ যুদ্ধে সবথেকে লাভবান হবে চীন!
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ দলিলুর রহমান ২২ ফেব্রুয়ারি, ২০২২, ৪:০৮ পিএম says : 0
    আলাল ভাই তোমার পিছনে আমরা আছি,সামনে যাও আলাল পাইছে ভরসা,আলাল সামনে যেতে শুরু করেছে,আর আলালের চার দিক থেকে উলাল এসে উলাল কে উঁচু করে উঠাইয়া আছাঢ় মারলেন,আলালের ধম বন্ধ হয়ে গেলো,আলাল দশ মিনিট পরে চোখ খুলে দেখেন,কেউ নাই,দশ মিনিটে আলালের সব কিছু শেষ হয়ে গেলো,এই অবস্থা হাওয়া মারতে সবাই মারবে মাঝখানে আলাল মরবে,যারা আলাল কে হাওয়া দিয়েছে এরা সবাই,উলাল এর পক্ষেই যাবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ