Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্চে প্রেক্ষাগৃহে আসছে ‘বসন্ত বিকেল’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২২, ১১:৫১ এএম

সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে মুক্তির অনুমতি পেয়েছে চলচ্চিত্র নির্মাতা রফিক শিকদার পরিচালিত সিনেমা ‘বসন্ত বিকেল’। ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত সিনেমাটিতে প্রথমবার জুটি হয়েছেন চিত্রনায়ক শিপন মিত্র ও শাহ হুমায়রা সুবাহ। সঙ্গে আছেন তানভীর তনু। সিনেমাটি রোববার (২০ ফেব্রুয়ারি) সেন্সর ছাড়পত্র পেয়েছে। পরিচালক নিজেই গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে রফিক সিকদার বলেন, ‘‘সেন্সর বোর্ডে ‘বসন্ত বিকেল’ প্রদর্শনের সময় যারা ছিলেন, প্রত্যেকেই সিনেমাটির প্রশংসা করেছেন। সিনেমাটি নিয়ে আমি অনেক বেশি আশাবাদী।’’ তিনি বলেছেন, ‘‘বসন্তকাল থাকতেই ‘বসন্ত বিকেল’ সিনেমাটি মুক্তি দিতে চাই। আশা করছি, মার্চেই মুক্তি দিতে পারব। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি এটা নিশ্চিত।’’

তিনি আরো বলেন, ‘‘করোনার কারণে আমার প্রযোজক তার ব্যবসায় অনেক ক্ষতির শিকার হয়েছে। যার কারণে দীর্ঘদিন ধরে সিনেমাটির নির্মাণ কাজ বন্ধ ছিল। যখন দেখলাম ১ বছর হয়ে গেলেও তিনি টাকা দিতে পারছেন না। তখন নিজেই পকেটের টাকা দিয়ে বাকি থাকা কাজ শেষ করেছি। আশা করি, সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেলে সবাই পছন্দ করবেন।’’

মহানায়িকা সুচিত্রা সেনের স্মৃতিবিজড়িত পাবনা শহরকে কেন্দ্র করে ‘বসন্ত বিকেল’র কাহিনী আবর্তিত হয়েছে। সিনেমাটির গল্পে দেখা যাবে, সুচিত্রার শহরে শৈশব হতে বেড়ে ওঠা মুসলিম ধর্মাবলম্বী রুদ্র ও হিন্দু ধর্মাবলম্বী চন্দ্রাবতীর দুরন্ত প্রেম। দুজনে পরিণত বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় প্রণয়ে জড়িয়ে পড়ে, যার সমাপ্তি ঘটে বিয়োগান্তক এক পরিস্থিতির ভেতরে, এক বসন্ত বিকেলে।

জানা গেছে, চলতি মাসেই সংবাদ সম্মেলনের মাধ্যমে মুক্তির তারিখ ঘোষণা করা হবে। এদিন, প্রচারণার অংশ হিসেবে টাইটেল সং মুক্তি দেয়া হবে।

‘বসন্ত বিকেল’ দিয়েই বড় পর্দায় নায়িকা হিসেবে হাজির হতে যাচ্ছেন শাহ হুমায়রা সুবাহ। ক্রিকেটার নাসিরের সঙ্গে প্রেমের সম্পর্ক বিচ্ছেদ হলে সিনেমায় নাম লেখান তিনি। পরে গায়ক ইলিয়াস হোসাইনকে বিয়ে করে হইচই ফেলেন দেন। এবার সেই সুবাহর বড় পর্দায় অভিষেকের অপেক্ষা।

‘বসন্ত বিকেল’ সিনেমাটিতে আরো অভিনয় করেছেন ওমর সানী, শাহনূর, সূচরিতা, শিবা সানু প্রমুখ। একটি বিশেষ চরিত্রে রয়েছেন খ্যাতিমান নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। এছাড়া অতিথি চরিত্রে রয়েছেন চিত্রনায়ক আমান রেজা ও চিত্রনায়িকা তানহা তাসনিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ