মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তীব্র উত্তেজনা শুরু হয়েছে এ অঞ্চলে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার প্রতিক্রিয়ায় বলেছেন, তারা ভীত নন, এবং কারও কাছে কোনো কিছু তুলে দেবেন না। সোমবার রাতে পুতিনের টিভি ভাষণের পর জেলেনস্কিও গভীর রাতে ভাষণ দেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, তার দেশ শান্তি বজায় রাখতে চায়। কূটনৈতিক আলোচনা এবং প্রক্রিয়ার মধ্য দিয়েই তা চালিয়ে যেতে চায়।
তবে রাশিয়ার হাতে কোনোভাবেই নিজেদের ভূখণ্ড তুলে দেওয়া হবে না।
পাশ্চাত্যের হুঁশিয়ারিতে কান না দিয়ে সোমবার পূর্ব ইউক্রেনের রুশ-সমর্থিত দুই অঞ্চল দোনেৎস্ক এবং লুহানস্কের স্বাধীনতাকে স্বীকৃতি দেন পুতিন। এতে করে দুই দেশের মধ্যে সংঘাতের আশঙ্কা অনেকটা বেড়ে গেল।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদকেও বিষয়টি অবহিত করেন জেলেনস্কি। তার অভিযোগ, মিনস্ক চুক্তি লঙ্ঘন করে ইউক্রেনের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে অস্থিতিশীলতা সৃষ্টি করছে রাশিয়া।
সূত্র: বিবিসি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।