Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

ইসরায়েলের সুপ্রিম কোর্টে প্রথম স্থায়ী মুসলিম বিচারপতি হিসেবে বসলেন খালেদ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২২, ১১:০৪ এএম

এর আগে তেল আবিবের কোর্টে বিচারকের দায়িত্ব পালন করেছেন খালেদ কাবুব। কয়েক দিন আগেই খালেদ কাবুবসহ চারজনকে সুপ্রিমকোর্টের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ দেয়া হয়।

জাফফায় জন্মগ্রহণ করা কাবুব ইতিহাস ও ইসলাম বিষয়ে তেলআবিব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। সেখানেই আইন বিষয়ে ডিগ্রি সম্পন্ন করেছেন তিনি।

প্রথম স্থায়ী মুসলিম বিচারপতি হিসেবে ইসরায়েলের সুপ্রিম কোর্টে বসানো হয়েছে খালেদ কাবুবকে। সোমবার (২১ ফেব্রুয়ারি) দেশটির সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ইসরায়েলের মোট নাগরিকদের মধ্যে ২০ শতাংশ আরবীয়। ২০০৩ সাল থেকে সুপ্রিম কোর্টে একজন আরবীয় নাগরিক স্থায়ীভাবে নিয়োগ পেয়ে থাকেন। কিন্তু ২০০৩ সাল থেকে এ পর্যন্ত যত আরবীয় নাগরিক স্থায়ীভাবে নিয়োগ পেয়েছেন তাদের সবাই খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন। তাই, এই প্রথমবার কোনো মুসলিম বিচারক সুপ্রিম কোর্টে বসতে যাচ্ছেন।



 

Show all comments
  • দিদার ২২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:৪৪ পিএম says : 0
    এ আর বিশেষ কী । সে আসলে তাদের লোক। মানে তাদের কাঠের পুতুল ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ