Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারও জায়েদ খানকে ‘মৃত’ দেখাচ্ছে ফেসবুক!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২২, ১০:২৭ এএম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এমনিতেই আলোচনায় আছেন জায়েদ খান। এসবের মধ্যেই বিপত্তিতে আছেন নিজের ভেরিফাইড ফেসবুক আইডি নিয়ে। বারবার তার আইডিকে ‘মৃত’ দেখাচ্ছে ফেসবুক। সোমবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে আবারো তার ফেসবুক আইডিকে রিমেম্বারিং দেখাচ্ছে। যার মানে হচ্ছে, জায়েদ খান আর বেঁচে নেই। তাই তার আইডিটিকে স্মরণীয় করে দিয়েছে তারা।

সাধারণত কেউ মারা গেলে ফেসবুক কর্তৃপক্ষ তার অ্যাকাউন্টটি রিমেম্বারিং করে দেয়। কিন্তু জায়েদ খানের ক্ষেত্রে বিষয়টি ঘটেছে উল্টো। তিনি বেঁচে থাকলেও বারবার তাকে ‘মৃত’ ঘোষণা করছে ফেসবুক।

ফেসবুক কর্তৃপক্ষ জায়েদ খান-এর প্রোফাইলে লিখেছে, ‘আমরা আশা করি, যারা জায়েদ খানকে ভালোবাসেন, তারা তাকে স্মরণ ও সম্মানিত করার জন্য তার প্রোফাইল পরিদর্শন করে সান্ত্বনা খুঁজে পাবেন।’

যদিও এ নিয়ে জায়েদ খানের কোনো মন্তব্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, কেউ জায়েদ খানের আইডি হ্যাক করে এমন কাণ্ড ঘটাতে পারেন। এর আগেও একই কান্ড ঘটেছিল। এ নিয়ে তিনবার একই ঘটনা ঘটল এ চিত্রনায়কের সঙ্গে। এরআগে গত ১০ ফেব্রুয়ারি এবং ২১ জানুয়ারিও জায়েদ খানের আইডি রিমেম্বারিং করে দেওয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ