Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্কোয়াশে দুই বিদেশি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২২, ৮:৪৯ পিএম

আন্তর্জাতিক ভাষা দিবস জাতীয় জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের খেলা ১১ থেকে ১৫ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে খেলবেন মালয়েশিয়ান দুই নারী খেলোয়াড়। এরা হলেন- বিনিকাশেইনি কুলাসেগারন ও বিত্রিকাশেনি কুলাসেগারন। দুজনই পেশাদার স্কোয়াশ খেলোয়াড়। পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতা কয়েকটি স্তরে বা আঞ্চলিক (ঢাকার চারটি অঞ্চল, চট্টগ্রাম, খাগড়াছড়ি, গোপালগঞ্জ) পর্যায়ে প্রায় ২০০ জন খেলোয়াড় নিয়ে অনুষ্ঠিত হবে। সেখান থেকে সেরা ৫০ জনকে নিয়ে ঢাকায় চূড়ান্ত প্রতিযোগিতা ১১ মার্চ থেকে উত্তরা ক্লাবে অনুষ্ঠিত হবে। ৫০ জনের মধ্য থেকে বাছাই করে সেরা ২০ জনকে নিয়ে দশ দিনব্যাপী আবাসিক কোচিং ক্যাম্প অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের খেলা রাউন্ড রবীন লিগ পদ্ধতিতে হবে।

বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জিএম কামরুল ইসলাম বলেন, ‘প্রথমবারের মতো দেশের জাতীয় জুনিয়র স্কোয়াশে বিদেশি মেয়েরা খেলবে। বিদেশিদের সঙ্গে খেলার জন্য আমাদের মেয়েরাও অপেক্ষায় রয়েছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্কোয়াশ

৯ সেপ্টেম্বর, ২০২২
৫ সেপ্টেম্বর, ২০২২
২ সেপ্টেম্বর, ২০২২
১১ মার্চ, ২০২২
২১ ফেব্রুয়ারি, ২০২২
১৪ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ