Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গমাতা আন্তর্জাতিক স্কোয়াশ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২২, ১২:০৩ এএম

নয়টি দেশের ৪৮ জন খেলোয়াড়ের অংশগ্রহনে ১৮ মার্চ থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে এসএ গ্রুপ বঙ্গমাতা আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতা। ৫ দিন ব্যাপী এই টুর্নামেন্টে ৩২জন পুরুষ ও ১৬ জন নারী খেলোয়াড় রয়েছেন। ঢাকায় অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে- ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইরান, কানাডা, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কুয়েত ও মিশর। এ উপলক্ষ্যে গতকাল চিটাগাং ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের ট্রফি উম্মোচন করা হয়। এসময় উপস্থিত ছিলেন এসএ গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আরেফিন আলম ও বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জিএম কামরুল হাসান, ফেডারেশন ও চট্টগ্রাম ক্লাবের নির্বাহী পর্ষদের সদস্যবৃন্দ, অংশগ্রহণকারী খেলোয়াড়েরা। বাংলাদেশে টুর্নামেন্টটি প্রফেশনাল স্কোয়াশ আসোসিয়েশনের (পিএসসি) দ্বিতীয় বারেরমতো ট্যুর ইভেন্ট হিসাবে আয়োজিত হচ্ছে।
অনুষ্ঠানে এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আরেফিন বলেন, ‘বঙ্গমাতার স্মরণে আয়োজিত এই প্রতিযোগিতায় সম্পৃক্ত হতে পেরে আমরা আনন্দিত। যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে পারলেই দেশ ও জাতির উনড়বতি সম্ভব এবং এসএ গ্রুপ স্কোয়াশের উনড়বয়ন, নতুন খেলোয়াড়দের প্রশিক্ষণসহ প্রয়োজনীয় সকল ধরণের সহায়তা প্রদানে বদ্ধপরিকর।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বঙ্গমাতা আন্তর্জাতিক স্কোয়াশ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ