Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্কোয়াশ-কাবাডিতে পদক পুনরুদ্ধারের স্বপ্ন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২১, ৭:৫৩ পিএম

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন,‘একক ইভেন্টের স্কোয়াশ ডিসিপ্লিন আমাদের এই উপমহাদেশের একটি জনপ্রিয় খেলা। যা তরুণদের ফিট রাখতে সহায়ক ভূমিকা পালন করবে এবং ভবিষ্যৎ সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। সেই সঙ্গে এশিয়ান গেমসে কাবাডির পদক পুনরুদ্ধারে সচেষ্ট হবেন কাবাডি খেলোয়াড়রা’। বৃহস্পতিবার চট্টগ্রাম বিকেএসপিতে নবনির্মিত স্কোয়াশ কোর্ট ও কাবাডি ম্যাট উদ্বোধনকালে কথাগুলো বলেন তিনি। রাসেলের মতে, স্কোয়াশ খেলায় উপযুক্ত প্রশিক্ষণ পেলে ভারত ও পাকিস্তানের মতো বাংলাদেশের ছেলেরাও একদিন সাফল্য বয়ে আনতে পারবে। বিকেএসপি পরিচালনা বোর্ডের ৩১ ও ৩৩ তম সভায় কাবাডি ও স্কোয়াশ খেলা দুটিকে নতুন ক্রীড়া বিভাগ হিসেবে অনুমোদন দেয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রাশীদুল হাসান চট্টগ্রাম আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের ভূমি অধিগ্রহণসহ একটি আধুনিক ও যুগোপযোগী ক্রীড়া কেন্দ্রে পরিণত করার পরিকল্পনা তুলে ধরেন। এ সময় স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জিএম কামরুল ইসলাম, বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ), চট্টগ্রাম বিকেএসপির ভারপ্রাপ্ত উপ-পরিচালকসহ অন্যরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্কোয়াশ-কাবাডি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ