Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্কোয়াশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২১, ৭:১০ পিএম

পাঁচ দেশের অংশগ্রহণে আগামী ২০ অক্টোবর থেকে গুলশান ক্লাবে শুরু হচ্ছে বঙ্গবন্ধু ইস্পাহানী আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট। বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেট ফেডারেশনের নিজস্ব কোন কমপ্লেক্স না থাকায় পাঁচ দিনব্যাপী এই টুর্নামেন্টের খেলোয়াড়দের জন্য অনুশীলন গ্রাউন্ড রাখা হয়েছে আর্মি এবং উত্তরা স্কোয়াশ কোর্ট। ১৪ দেশের প্রায় ৫০ জন খেলোয়াড় নাম নিবন্ধন করালেও পিএসএ ট্যুরের সিদ্ধান্ত অনুযায়ী পাঁচ দেশের ২৪ জন খেলোয়াড়কে টুর্নামেন্টে খেলার সুযোগ দেয়া হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ভারতের অভিষেক আগারওয়াল ও রাহুল ভাটিয়া, পাকিস্তানের নুর জামান ও ফাহান হাশমী, মিশরের ইয়াসিন এলশাফি ও ওমর এল হাদি এবং ইরানের শেফার এতাহামপুর ও শাহান কবির ও বাংলাদেশের সেরা খেলোয়াড় মো. সুমন এবং রনি দেবনাথ। বাংলাদেশ ছাড়াও প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন মিশর, ভারত, পাকিস্তান ও ইরানের খেলোয়াড়রা। টুর্নামেন্টে রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ভারতের ধীরাজ সিং। শনিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ট্রফি উম্মোচন অনুষ্ঠানে এসব তথ্য জানান বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেট ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জিএম কামরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিম এবং এমএম ইস্পাহানী লিমিটেডের জেনারেল ম্যানেজার ওমর ফারুকসহ অন্যান্যরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্কোয়াশ

৯ সেপ্টেম্বর, ২০২২
৫ সেপ্টেম্বর, ২০২২
২ সেপ্টেম্বর, ২০২২
১১ মার্চ, ২০২২
২১ ফেব্রুয়ারি, ২০২২
১৪ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ