Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালুর আরো পাঁচ বছরের কারাদণ্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ভারতের রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান লালু প্রসাদ যাদবকে। সোমবার সিবিআই আদালত বিহারের সাবেক মুখ্যমন্ত্রীকে এই সাজা শুনিয়েছে। এর পাশাপাশি ৬০ লাখ টাকা জরিমানা করা হয়েছে তাঁকে। পশুখাদ্য কেলেঙ্কারির ঘটনায় সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদের বিরুদ্ধে এটি ছিল পঞ্চম এবং চূড়ান্ত মামলা। ডোরান্ডা ট্রেজারি এই মামলায় তার বিরুদ্ধে ১৩৯ কোটি ৩৫ লাখ টাকা নয়ছয়ের অভিযোগ করেছিল। পশুখাদ্যের জন্য বরাদ্দ তহবিল থেকে অর্থ নয়ছয়ের এই মামলা ছিল ডোরান্ডা ট্রেজারি সংক্রান্ত বিষয়ে। সম্প্রতি বিহারের সাবেক মুখ্যমন্ত্রী-সহ ৭৫ জনকে এই মামলায় দোষী সাব্যস্ত করেছিলেন সিবিআইয়ের বিশেষ আদালত। আজ তার শাস্তি ঘোষণা করা হলো। প্রসঙ্গত, এর আগে পশুখাদ্য সংক্রান্ত দুমকা, দেওঘর এবং চাইবাসা ট্রেজারির চারটি তহবিল তছরুপ মামলায় ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল লালু প্রসাদকে। লালু অবশ্য শারীরিক অসুস্থতার কারণে জামিনে ছিলেন। এএনআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ