Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫ বছরের কারাদণ্ড হলো লালু প্রসাদ যাদবের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২২, ৮:৩৬ পিএম

ভারতের বিরোধীদলীয় সিনিয়র রাজনীতিক ও রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান লালু প্রসাদ যাদবকে পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির বিশেষ এক আদালত। রাষ্ট্রীয় কোষাগার থেকে ১৩৯ কোটি রুপি আত্মসাতের এই মামলায় কারাদণ্ডের পাশাপাশি তাকে আরও ৬০ লাখ রুপি জরিমানাও করা হয়েছে। -এনডিটিভি

গত ১৫ ফেব্রুয়ারি ভারতের উত্তরাঞ্চলীয় গুরুত্বপূর্ণ রাজ্য বিহারের ৭৩ বছর বয়সী এই রাজনীতিককে পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছিল। অনলাইনে শুনানির পর বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালুর বিরুদ্ধে ওই সাজা ঘোষণা করেছেন দেশটির সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন আদালত। সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের আইনজীবী বিএমপি সিং বলেছেন, লালু প্রসাদ যাদবকে ৫ বছরের কারাদণ্ড এবং ৬০ লাখ রুপি জরিমানা করা হয়েছে। আরজেডির এই প্রধান ছাড়াও মামলার অন্য পাঁচ অভিযুক্তের প্রত্যেককে পাঁচ বছরের কারাদণ্ড, ৩২ অভিযুক্তের প্রত্যেককে চার বছর এবং তিনজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আত্মসাতের পশুখাদ্য কেলেঙ্কারির পঞ্চম এবং শেষ মামলায় লালু প্রসাদ যাদবকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে তার আইনজীবীরা এই কারাদণ্ডের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করবেন বলে জানিয়েছেন। এর আগে, পশুখাদ্য কেলেঙ্কারির অন্য চারটি মামলায় বিহারের সাবেক এই মুখ্যমন্ত্রীকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সর্বশেষ পাঁচ নম্বর মামলায় বিহারের মুখ্যমন্ত্রী থাকাকালীন দোরান্দা কোষাগার থেকে ১৩৯ দশমিক ৩৫ কোটি রুপি আত্মসাতের অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে।

তার বিরুদ্ধে ৯৫০ কোটি রুপির পশুখাদ্য কেনাকাটা কেলেঙ্কারির ঘটনা প্রথম ফাঁস করেছিলেন বিহারের চৈবাসার ডেপুটি কমিশনার অমিত খারে। ভুয়া বিল দেখিয়ে বিহারের পশুপালন বিভাগ রাজ্যের বিভিন্ন জেলায় রাষ্ট্রীয় কোষাগার থেকে বিশাল অংকের অর্থ ছাড় করেছিল বলে অভিযোগ রয়েছে। পশুখাদ্য কেলেঙ্কারির এই ঘটনায় সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে কারাদণ্ড দেয়া হল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ