Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ফটোগ্রাফার ছবিটি তোলেননি’, ভাইরাল সরকারি কর্মকর্তার পোস্ট

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২২, ১০:৩৪ এএম

একদিকে যখন গরিবকে খালি পেটে রাতে ঘুমোতে যেতে হয়, অন্যদিকে এলাহিকাণ্ডের বিয়েবাড়িতে স্তূপ স্তূপ খাবার স্রেফ ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে! সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই এক অপচয়ের ছবি তুলে ধরেছেন ভারতের এক সরকারি (আইএএস) কর্মকর্তা। সে ছবি এখন ভাইরাল।

অবনীশ শরন নামের ওই আইএএস কর্মকর্তা তাঁর ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে যে ছবি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে—একটি চাটাই বা মাদুরে একজন পরিচ্ছন্নতাকর্মী বসে কাজ করছেন। তাঁর সামনে পড়ে রয়েছে খাবারের স্তূপ! চারপাশে সারি করে রাখা হয়েছে এঁটো প্লেট। সেসব পরিষ্কার করতে ব্যস্ত ওই ব্যক্তি। তখনই ছবিটি তোলা হয়েছে। অবনীশের ছবিটি অন্তর্জালবাসীর মাথা ঘুরিয়ে দিয়েছে।

বিশেষজ্ঞেরা বলছেন, আগামী দিনে গোটা বিশ্বেই খাদ্যসংকট প্রবল হবে। আফ্রিকার কয়েকটি দেশে এখনই সে অবস্থা দৃশ্যমান। বিশ্বের অসংখ্য মানুষের কাছে খাবার কেনার মতো অর্থই নেই। কোভিড পরিস্থিতিতে এত জাঁকজমকের অর্থ কী? যেখানে অসংখ্য মানুষ তাঁদের রুটি-রুজি হারিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন, সেখানে এমন আয়োজনকে কি সমর্থন করা যায়? এমন অসংখ্য প্রশ্ন তুলেছেন টুইটারবাসী।

অবনীশ তাঁর ছবির মাধ্যমে যেন সাধারণ মানুষকে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আপনার ওয়েডিং ফোটোগ্রাফার যে ছবিটি তুলতে পারেননি। খাদ্যের অপচয় বন্ধ করুন।’



 

Show all comments
  • Akash Ahmed ২০ ফেব্রুয়ারি, ২০২২, ৫:৪০ পিএম says : 0
    এত এত খাবার অপচয় ? অথচ হাজারও মানুষের মুখে, খাবার জুটে না প্রতিদিন,,,,
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ