Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলাভেসকে ৩-০ গোলে উড়িয়ে জয়ে ফিরল রিয়াল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২২, ৮:০৭ এএম

সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে লা লিগায় আলাভেসকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। মার্কো আসেনসিওর অসাধারণ নৈপুণ্যে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিউস জুনিয়র। ম্যাচে যোগ করা সময়ে তৃতীয় গোলটি করেন করিম বেনজেমা।

গত অগাস্টে আলাভেসকে ৪-১ গোলে হারিয়েই শিরোপা পুনরুদ্ধারে যাত্রা শুরু করেছিল রিয়াল। তিন দিনের ব্যবধানে জোড়া ধাক্কা খায় রিয়াল। লা লিগায় ভিয়ারিয়ালের মাঠে গোলশূন্য ড্র করার পর চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার পিএসজির মাঠে হেরে বসে ১-০ গোলে। ম্যাচের প্রথমার্ধের খেলা আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে শেষ হয়। গোলের নিশ্চিত সুযোগ একটিও তৈরি করতে পারেনি কোন দলই।

দ্বিতীয়ার্ধের দশম মিনিটে এগিয়ে যাওয়ার সহজ সুযোগ নষ্ট করে রিয়ালের। ডি-বক্সের সামনে থেকে বেনজেমার শট গোললাইনে ঠেকিয়ে দেন ডিফেন্ডার ফ্লোরিয়ান। ৬১তম মিনিটে নিজেদের ভুলে বিপদে পড়তে বসেছিল রিয়াল। দু্ই মিনিট পরই একক নৈপুণ্যে দলকে এগিয়ে নেন আসেনসিও। বেনজেমার পাস পেয়ে প্রায় ২২ গজ দূর থেকে দুর্দান্ত শটে গোল পোস্টের কোনা দিয়ে ঠিকানা খুঁজে নেন স্প্যানিশ ফরোয়ার্ড।

৭৬তম মিনিটে অল্পের জন্য গোল পাননি বেনজেমা। ভিনিসিউসের কাটব্যাক ফাঁকায় পেয়ে ফরাসি ফরোয়ার্ডের নেওয়া শট লাগে পোস্টে। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। ডি-বক্সের বাঁ দিকে আসেনসিওকে বল বাড়িয়ে সামনে এগিয়ে যান বেনজেমা। আর ঠাণ্ডা মাথায় প্লেসিং শটে বল জালে পাঠান ভিনিসিউস।

রিয়াল তৃতীয় গোলটি পায় যোগ করা সময়ের প্রথম মিনিটে। রদ্রিগো ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। গোলরক্ষককে ফাঁকি দিয়ে ১৮তম গোলটি করেন আসরের সর্বোচ্চ গোলদাতা। এ জয়ের অফে ২৫ ম্যাচে ১৭ জয় ও ৬ ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৫৭। ৭ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে এক ম্যাচ কম খেলা সেভিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ