Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়াকে অর্থনৈতিকভাবে চরম মূল্য দিতে হবে : কমলার হুশিয়ারি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২২, ১০:৩৩ পিএম

ইউক্রেনে হামলা চালালে অর্থনৈতিক খাতে রাশিয়াকে চরম মূল্য দিতে হবে বলে শনিবার জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। কমলা হ্যারিস বলেন, ইউক্রেনে ফের হামলা চালালে মিত্রদের সঙ্গে নিয়ে রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র। -আল জাজিরা

তিনি বলেন, বলপূর্বক কোনও দেশের সীমান্ত বদলে দেওয়া উচিত নয়। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট বলেন, আমরা অর্থনৈতিক পদক্ষেপ প্রস্তুত করেছি যা হবে দ্রুত, তীব্র ও ঐক্যবদ্ধ সিদ্ধান্ত। রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠান ও মূল শিল্পগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে। এর আগে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলার সিদ্ধান্ত নিয়েছেন, এ ব্যাপারে হোয়াইট হাউজ নিশ্চিত।

এদিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আগামী দিন অথবা আগামী সপ্তাহে রাশিয়া ইউক্রেনে হামলা চালাবে; এমনটা বিশ্বাস করার যৌক্তিক কারণ রয়েছে। পুতিন যদি সত্যিই তার পরিকল্পনা বাস্তবায়ন করে তবে একটি বিপর্যয়মূলক এবং অপ্রয়োজনীয় যুদ্ধের জন্য দায়ী হবে রাশিয়া। ন্যাটোর প্রতিটি ইঞ্চি ভূখণ্ড রক্ষায় ওয়াশিংটন প্রস্তুত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ