মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পশ্চিমাদের চিন্তায় রেখেই এবার বৃহৎ আকারের সামরিক মহড়ার আয়োজনের কথা জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনের বরাত দিয়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, আর এ মহড়া সরাসরি তদারকি করবেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন নিজেই। স্ট্রাটেজিক ফোর্সের এই মহড়া শনিবার নিজের চোখেই পরখ করবেন তিনি। খবর বিবিসি।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়ে, ওই মহড়ায় অনান্য সামরিক প্রদর্শনীর পাশাপাশি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ও শক্তিশালী ক্রুজ ক্ষেপনাস্ত্রও ছোড়া হবে। এছাড়া রুশ বিমান বাহিনী উত্তর ও কৃষ্ণ সাগরে ব্যাপক পারমাণবিক অস্ত্রের মহড়াও দেবে। আগামীকাল শনিবার (১৯ ফেব্রুয়ারি) রুশ সেনাদের ওই মহড়া শুরু হতে পারে।
মস্কোতে পুতিনের সাথে বৈঠকে বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কোও শনিবারের মহড়ায় উপস্থিত থাকার নিশ্চয়তা দিয়েছেন। অন্যদিকে ইউক্রেন সীমান্তে রুশ মহড়ায় ৩০ হাজার বেলারুশিয়ান সেনাও অংশ নিয়েছে। দুই দেশেরে ওই যৌথ মহড়া ২০ ফেব্রুয়ারি শেষ হবে।
শনিবারের মহড়া নিয়ে রাশিয়ার অবস্থান খুবই স্বচ্ছ বলে মন্তব্য করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি এও বলেন, এ ব্যাপারে তেমন উদ্বেগের কারণ নেই। সূত্র : বিবিসি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।