Inqilab Logo

শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১, ২৯ যিলহজ ১৪৪৫ হিজরী

আপেল বাগানে সজারুর হামলায় মাথায় হাত কাশ্মীরের চাষিদের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২২, ৩:২৮ পিএম

শীতকাল এলেই কাশ্মীরের ফলের বাগানগুলিতে হামলা চালায় সজারুর দল। ফলে মরে যায় বাগানের এসব গাছ। এতে বিপুল ক্ষতি হয় ফল চাষিদের। কিন্তু এতো দিন আপেল এবং আমন্ডের বাগানগুলোতে হামলা করতে দেখা যায়নি সজারুর দলকে। এবার আর বাঁচানো গেল না আপেল-আমন্ডের বাগানগুলো। সজারুর হামলায় মাথায় হাত কাশ্মীরের এই দুই ধরণের ফল চাষিদের।

আস্তে আস্তে বড় হতে থাকা আপেল ও আমন্ড গাছগুলোতে সজারুর হামলায় বিপুল ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যেই বাগানের পর বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি চাষিদের।

১০-১৫ বছর লাগে এক একটি আপেল-আমন্ড গাছ বড় হতে। একটি পূর্ণবয়স্ক গাছে ৪০ কেজি আমন্ডের ফলন হয়। চাষিদের দাবি, সেই গাছ নষ্ট করে দিচ্ছে সজারুর দল। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন শোপিয়ান, পুলওয়ামা এবং বদগাম জেলার চাষিরা।

এবার অন্য ফলের বাগানগুলো কাঁটাতার ও বস্তা গিয়ে ঘিরে দিচ্ছেন চাষিরা। কিন্তু তাতেও কোনও লাভ হচ্ছে না বলে জানিয়েছেন পুলওয়ামার এক কৃষক গুলাম নবি দার। তিনি জানিয়েছেন, এতো সতর্ক থাকার পরও সজারুর দল বাগানগুলোতে হামলা চালিয়েই যাচ্ছে। সূত্র: আনন্দবাজার



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ