Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এমবাপে ও হলান্ডকে দলে টানবে রিয়াল-তেবাস

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২২, ৯:২২ এএম

এই মুহুর্তে ক্লাব ফুটবলের সবচেয়ে বড় খবর এমবাপে। ফরাসি ফরোয়ার্ডের কিলিয়ান এমবাপের ভবিষ্যৎ গোন্তব্য নিয়ে মাদ্রিদের যোগ দেওয়ার পাল্লা আরও ভারী। তবে লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসের দৃঢ় বিশ্বাস কেবল এমবাপে নয়, আগামী দলবদলে বরুশিয়া ডর্টমুন্ড থেকে আর্লিং হলান্ডকেও কিনতে যাচ্ছে রিয়াল।

দীর্ঘদিন ধরে এমবাপের সম্ভাব্য গন্তব্য নিয়ে সবচেয়ে বেশি মোনা যাচ্ছে রিয়ালের নাম। গত মৌসুমের শেষভাগে তো অনেকে ধরেই নিয়েছিল, এবারই সান্তিয়াগো বের্নাবেউয়ে নোঙর ফেলবেন বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড। সেসময় রিয়ালও উঠেপড়ে লেগেছিল এমবাপেকে দলে টানতে। পিএসজির সঙ্গে তখন চুক্তির মাত্র এক বছর বাকি থাকা এই তারকাকে পেতে স্পেনের ক্লাবটি রেকর্ড ট্রান্সফার ফি দিতেও প্রস্তুত ছিল। কিন্তু কোনোভাবে তাকে ছাড়তে রাজি হয়নি প্যারিসের দলটি।

এখন গত ১ জানুয়ারি থেকে নতুন কোনো দলের সঙ্গে চুক্তি করলেও বাধা নেই এমবাপের। তবে দুই পক্ষের এমন টানাটানির মাঝেই গত মঙ্গলবার মুখোমুখি হয় রিয়াল-পিএসজি। ইউরোপ সেরার মঞ্চে এমবাপের গোলেই জয় পায় পিএসজি। সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়ে ম্যাচ শেষে এমবাপেও বলেন, প্যারিসে তিনি ভালো আছেন, সুখে আছেন। ভবিষ্যৎ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।’

সেই থেকে প্রশ্ন উঠছে তাহলে কি রিয়ালের চাওয়া পূরণ হচ্ছে না! মেসি-নেইমারদের সঙ্গে পিএসজিতেই থেকে যাবেন? তেবাসের মনে অবশ্য কোনো প্রশ্ন বা বিন্দুমাত্র দ্বিধা নেই। স্প্যানিশ সংবাদ সংস্থা ‘ইউরোপা প্রেস’কে দেওয়া সাক্ষাৎকারে জানান, এমবাপের আসছে গ্রীষ্মে রিয়ালে যোগ দেওয়ার ব্যাপারে তিনি নিশ্চিত। তেবাস যুক্তি দিয়ে বলেন,‘এমবাপে ও হলান্ড, দুজনকেই দলে ভেড়াবে রিয়াল। যেহেতু বার্সেলোনা ও ইউভেন্তুস আর্থিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে।’

এছাড়া তিনি বলেন,‘এমবাপের আসাটা লা লিগার জন্য দারুণ খবর। লা লিগার জন্য এটা খুশির খবর। প্রতিযোগিতাটির জন্য এর চেয়ে ভালো কিছু হতে পারে না।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ