Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাপোলির বিপক্ষে ড্র করে বিপদে বার্সা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২২, ৮:৪৫ এএম

আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে পুরো ম্যাচে আধিপত্য ছিল বার্সেলোনা। গোলের সুযোগও মিলল অনেক। তবুও জিততে পারলো না দলটি। নাপোলির বিপক্ষে ঘরের মাঠে ড্র করে ইউরোপা লিগে টিকে থাকার লড়াইয়েও আরও কঠিন করে তুললো বার্সা।

বৃহস্পতিবার রাতে কাম্প নউয়ে শেষ ষোলোয় ওঠার প্লে-অফে স্বাগতিকদের ১-১ গোলে রুখে দিয়েছে নাপোলি।

শেষ মুহুর্তে পিওতর জিয়েলিন্সকির গোলে পিছিয়ে পড়া বার্সেলোনা সমতায় হার থেকে বাঁচে। এ মাসের শুরুতে লা লিগায় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দারুণ ফুটবল উপহার দিয়ে ৪-২ গোলে জিতেছিল বার্সেলোনা। গত রোববার দুর্বল এস্পানিওলের সাথে ড্র করা পর আবারও ড্র করল দলটি।

ম্যাচে বার্সেলোনা প্রথম ২০ মিনিটে তিনটি ভালো সুযোগ পায়। ২৮তম মিনিটে ব্যর্থতার মিছিলে যোগ দেন ফেররান তরেস। পরের মিনিটেই কাম্প নউয়ের গ্যালারিকে স্তব্ধ করে দিয়ে এগিয়ে যায় সফরকারীরা। ডি-বক্সের সামনে থেকে একজনকে কাটিয়ে খুঁজে নেন পিওতর জিয়েলিন্সকিকে। তার প্রথম শট পা দিয়ে ঠেকিয়ে দিলে ফিরতি বল পাল্টা শটে জালে পাঠাতে ভুল করেননি পোলিশ ফরোয়ার্ড। বিরতির আগে ১-০তে পিছিয়ে পড়ে বার্সা।

দ্বিতীয়ার্ধেও দারুণ শুরু পর অবশেষে বার্সেলোনা ৫৯তম মিনিটে গোলের দেখা পায়। নাপোলির ডি-বক্সে তাদের ডিফেন্ডার জুয়ান জেসুসের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নিখুঁত (পেনাল্টি) স্পট কিকে সমতা টানেন তরেস। পুরো ম্যাচে দুই-তৃতীয়াংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে ২১টি শট নেয় দলটি, এর কেবল পাঁচটিই ছিল লক্ষ্যে। বিপরীতে নাপোলির চার শটের চারটিই লক্ষ্যে।

চ্যাম্পিয়ন্স লিগ থেকে ইউরোপা লিগে নেমে আসা বার্সেলোনার জন্য এই ড্র হতে পারে বড় বিপদের কারণ। ইউরোপের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতার মূল লড়াইয়ে জায়গা করে নেওয়ার অভিযানে আগামী বৃহস্পতিবার নাপোলির মাঠে মুখোমুখি হবে দল দুটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ