Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আলজেরিয়ায় চালু হচ্ছে মাসিক বেকারভাতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২২, ৭:১১ পিএম

আলজেরিয়ায় চালু হচ্ছে মাসিক বেকারভাতা। সরকার প্রাপ্তবয়স্ক তরুণদের জন্য এই বেকারত্ব ভাতা সুবিধা চালু করবে। দেশটির প্রেসিডেন্ট আবদেলমাদজিদ টেবোউন চলতি বছরের মার্চ থেকে দেশটির বেকার যুবকদের জন্য মাসিক ভাতা সুবিধা চালু করার পরিকল্পনা ঘোষণা করেছেন। খবর আরব নিউজ।
প্রেসিডেন্ট আবদেলমাদজিদ সাংবাদিকদের বলেন, আগামী মার্চে সরকার প্রাপ্তবয়স্ক তরুণদের জন্য বেকারত্ব ভাতা সুবিধা চালু করবে। ইউরোপের বাইরে প্রথম দেশ হিসেবে আলজেরিয়া এমন সুবিধা চালু করছে।
তিনি আরও বলেন, ১৯ থেকে ৪০ বছর বয়সী চাকরিপ্রত্যাশী ব্যক্তিরা কোনো চাকরি পাওয়া পর্যন্ত মাসিক ১০০ ডলার (৮ হাজার ৬০০ টাকা) করে ভাতা এবং চিকিৎসার সুবিধা পাবেন।
বেকারত্বের উচ্চ হার মোকাবিলায় হিমশিম খাচ্ছে আলজেরিয়ান সরকার। বর্তমানে আলজেরিয়ায় বেকার মানুষের সংখ্যা ছয় লাখের বেশি। সূত্র : আরব নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আলজেরিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ