Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২১, ৪:০৪ পিএম

আলজেরিয়ার দক্ষিণাঞ্চলের তামানরাসেত শহরে গতকাল বৃহস্পতিবার সড়কে গাড়ি দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছে। নিহতদের অধিকাংশ আফ্রিকান নাগরিক। উদ্ধার ইউনিট তাদের ফেসবুকে দেয়া বার্তায় জানায়, দেশটির তামানরাসেত শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে আরো ১১ জন আহত হয়েছে। খবর এএফপি’র।

তারা আরো জানায়, নিহতদের মধ্যে ১৯ জন আফ্রিকান নাগরিক। এদের মধ্যে শিশুও রয়েছে। এ দুর্ঘটনার কবলে পড়া পিক-আপ ট্রাকের চালক আলজেরিয়ান। এতে গাড়িটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়। আহতদের ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর হাসপাতালে নেয়া হয়েছে। তামানরাসেত শহর দেশটির মালি ও নাইজার সীমান্তের কাছে অবস্থিত। সূত্র : এএফপি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আলজেরিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ