Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আলজেরিয়ার গাড়ি উল্টে ২০ জনের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার দক্ষিণাঞ্চলে গাড়ি দুর্ঘটনায় অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। দুর্ঘটনায় নিহতদের মধ্যে অধিকাংশই আফ্রিকান নাগরিক। দেশটির উদ্ধার ইউনিট তাদের ফেসবুকে দেয়া বার্তায় জানায়, বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দেশটির তামানরাসেত শহরের কাছে দুর্ঘটনাটি ঘটে। এতে আরও গুরুতরভাবে ১১ জন আহত হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের দাবি, দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১৯ জন আফ্রিকান নাগরিক। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। ভয়াবহ এ দুর্ঘটনার কবলে পড়া পিক-আপ ট্রাকের চালক আলজেরিয়ান। এবার গাড়িটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়। আহতদের ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে পাঠানো হয়। উল্লেখ্য, আলজেরিয়ার একেবারে দক্ষিণাঞ্চলের তামানরাসেত শহর দেশটির মালি ও নাইজার সীমান্তের কাছে
অবস্থিত। সূত্র : বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আলজেরিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ