Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন মাসে ২৭৬টি বই পড়ে ৮ বছরের শিশুর বিস্ময় সৃষ্টি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২১, ১১:২২ এএম

মাত্র তিন মাসে ২৭৬টি বই পড়ে গোটা বিশ্বে বিস্ময় সৃষ্টি করেছে আট বছর বয়সী সালমান আল মুনতাদির নামে এক আলজেরিয়ান শিশু। আল জাজিরা আরবি জানিয়েছে, অল্প সময়ে বই পড়ার ক্ষেত্রে সালমান আল মুনতাদির আরববিশ্বে রেকর্ড গড়েছে। তা ছাড়া তার আগে বিশ্বে মাত্র একজন এতো অল্প সময়ে এ পরিমাণ বই পড়তে সক্ষম হয়।

ছোট্ট সালমানের অসাধারণ এই কীর্তি দারুণভাবে প্রভাবিত করেছে আলজেরিয়ার সংস্কৃতিমন্ত্রী মালিকা বিনদৌদাকে। তিনি তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করে বলেছেন, মাত্র তিন মাসে ২৭৬ টি বই পড়ে সালমান যে বড় একটি লক্ষ্য অর্জন করেছে-এতে আমি খুবই আনন্দ অনুভব করছি। সে আমাদের সবাইকে তার অনন্য অভিজ্ঞতার মাধ্যমে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, সব কাজে ইচ্ছাশক্তিই মূল।

অপরদিকে নতুন বছরের শুরুতে সালমানের বই পড়ার সংবাদ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্লাটফর্মে। অনলাইনে সক্রিয়রা আলজেরিয়ান এই মুসলিম শিশুর কীর্তিতে মুগ্ধ হয়ে নানা স্তুতিবাক্যে তার জন্য শুভকামনা জানিয়েছেন। তারা বলছেন, সালমানের বই পড়া থেকে শিক্ষার্থী ও অবিভাবক আমাদের সবারই উৎসাহ লাভ করে বেশিবেশি পড়াশোনা করা উচিৎ। সূত্র: আল জাজিরা ও মাগরিব ভয়েজ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আলজেরিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ