Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৪টি বিয়ে করা সেই ভুয়া চিকিৎসকের আরও তিন স্ত্রীর সন্ধান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২২, ১২:৩৬ পিএম

চিকিৎসক পরিচয়ে প্রতারণা করে ১৪ বিয়ের পরে পুলিশের কাছে ধরা পড়ে খবরের শিরোনাম হয়েছিলেন ভারতের ওডিশার বিধু প্রকাশ সোয়াইন। তাঁর আরও তিন স্ত্রীর সন্ধান পেয়েছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
পুলিশ জানায়, বিধু প্রকাশ সোয়াইনের সর্বমোট স্ত্রীর সংখ্যা ১৭টি। নতুন সন্ধান পাওয়া বিধুর তিন স্ত্রীর মধ্যে একজন ছত্তিশগড়ের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আরেকজন আসামের একজন চিকিৎসক এবং তৃতীয়জন ওডিশার একজন উচ্চশিক্ষিত নারী।
এ নিয়ে ভুবনেশ্বর পুলিশের ডেপুটি কমিশনার ইউএস দাশ বলেন, ভুয়া চিকিৎসকের আরও তিন স্ত্রীর সন্ধান মিলেছে।
এদিকে ওডিশার জগৎসিংপুর জেলার এক শিক্ষার্থী অভিযোগ করেছেন, বিধু প্রকাশ সোয়াইন রাজ্যের মেডিকেল কলেজে সিট পাইয়ে দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে ১৮ লাখ রুপি হাতিয়ে নিয়েছেন।
ইউএস দাশ বলেন, বিধুর মোবাইল ফোন ফরেনসিক ল্যাবে পাঠানো হবে এবং তার আর্থিক লেনদেন তদন্ত করা হবে।
ভারতের সাত রাজ্যে ১৪ নারীকে বিয়ে এবং তাঁদের অর্থ আত্মসাতের অভিযোগে গত ১৪ ফেব্রুয়ারি বিধু প্রকাশ সোয়াইনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ তখন বিধুর কাছ থেকে ১১টি এটিএম কার্ড ও ৪টি আধার কার্ড জব্দ করেছে।
পুলিশ জানায়, বিধুর বাড়ি ওডিশা রাজ্যের কেন্দ্রাপাড়া জেলার পাটকুরা থানার একটি গ্রামে। তিনি বেশির ভাগ সময় ওডিশার বাইরে থাকতেন। তাঁর টার্গেট ছিল বেশির ভাগ মধ্যবয়সী ও বিবাহবিচ্ছেদপ্রাপ্তরা। তিনি নিজেকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য কাজ করা একজন ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে বিবাহ সাইটগুলোর মাধ্যমে তাঁদের সঙ্গে যোগাযোগ করতেন। সূত্র : এনডিটিভি

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ