Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শপথ নিয়েছেন মিশা-জায়েদ প্যানেলের অঞ্জনা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২২, ১০:৫০ এএম

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ খান ও নিপুণের চলমান আইনি প্রক্রিয়ার মধ্যে শপথ নিলেন মিশা-জায়েদ প্যানেলের নির্বাচিত সদস্য অঞ্জনা সুলতানা। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এফডিসিতে শিল্পী সমিতির কার্যালয় সংলগ্ন বাগানে অঞ্জনাকে শপথ পাঠ করান সভাপতি ইলিয়াস কাঞ্চন। এ সময় উপস্থিত ছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার, চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা কেয়া ও জেসমিনসহ শিল্পী সমিতির বেশ কয়েকজন সদস্য।

শপথ নিয়ে অঞ্জনা গণমাধ্যমকে বলেন, ‘আমার পূর্বের সভাপতি যদি দায়িত্ব বুঝিয়ে দিতে পারেন, তাহলে আমার শপথ নিতে সমস্যা কোথায়? আর ইলিয়াস কাঞ্চন আমার ১৭টা ছবির নায়ক। আমরা একত্রে কাজ করব এই তাগিদ থেকেই শপথ নিয়েছি।’

অঞ্জনাকে শপথ পাঠ করানো শেষে ইলিয়াস কাঞ্চন গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, ‘চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্র অনুযায়ি আমরা কার্যক্রম চালিয়ে যাবো। গঠনতন্ত্রের বাইরে আমাদের যাওয়ার সুযোগ নেই।’

ইলিয়াস কাঞ্চন আরো বলেন, ‘যারা এখনও শপথ নেননি, আমি আশা করবো তারা শিগগির শপথ গ্রহণ করবেন। আমরা এখনও কার্যকরী কমিটির সভা করিনি, আশা করছি ৭ দিনের মধ্যে কার্যকরী পরিষদের সভা করবো। যারা যারা নির্বাচিত হয়েছেন, সেই সভায় সবাইকে দাওয়াত দেয়া হবে।’

এ দিন ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে নির্বাচিত অভিনেতা মামুনুন ইমনও শপথ নেন। আগের বার শপথগ্রহণের সময় শুটিংয়ে ঢাকার বাইরে থাকায় তখন অংশ নিতে পারেননি ইমন। শপথের পর অঞ্জনাকে ফুল দিয়ে বরণ করে নেন নিপুণ।

চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল ও ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। সভাপতি পদে নির্বাচিত হন ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান। পরে নিপুণের আবেদনের প্রেক্ষিতে সাধারণ সম্পাদক পদটির দাবিদার নিয়ে একের পর এক ঘটনা ঘটেই চলেছে। কে হবেন সাধারণ সম্পাদক সেটা এখন নির্ভর করছে আদালতের রায়ের ওপর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ