Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্ধ্যা মুখোপাধ্যায়ের কয়েক ঘণ্টা ব্যবধানে চলে গেলেন বাপ্পী লাহিড়ী, শোকে মুহ্যমান সোশ্যাল মিডিয়া

সোশাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২২, ৬:১৪ এএম

ভারতীয় কিংবদন্তী সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর কয়েক ঘণ্টা ব্যবধানে চলে গেলেন আরেক কিংবদন্তি গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক বাপ্পী লাহিড়ী। মঙ্গলবার দিবাগত ভোররাতে মুম্বাইয়ের ক্রিটি কেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৯ বছর। কয়েক ঘণ্টার ব্যবধানে দুই জনপ্রিয় শিল্পীকে হারিয়ে উপমহাদেশের সংগীতপ্রেমীদের মধ্যে বইছে শোকের ছায়া। সোশ্যাল মিডিয়াও আজ শোকে মুহ্যমান।

দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বাপ্পী লাহিড়ী। এক মাস ভর্তি থাকার পর সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন তিনি। কিন্তু মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর আবার তাকে হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকের পরামর্শে। হাসপাতালের পরিচালক ডাক্তার দীপক নামজোসি জানিয়েছেন, বুধবার (১৬ ফেব্রুয়ারি) ভোররাতে ঘুমের মধ্যেই মৃত্যু হয় তাঁর।

টুইটারে বিজেপির সাবেক সভাপতি ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, ‘কিংবদন্তি গায়ক এবং সুরকার বাপি লাহিড়ী জীর মৃত্যু সংবাদে আমি শোকাহত। তাঁর মৃত্যু ভারতীয় সংগীত জগতে এক বিরাট শূন্যতার সৃষ্টি করেছে। বাপি দা তার বহুমুখী গানের প্রতিভা এবং প্রাণবন্ত প্রকৃতির জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর পরিবার ও ভক্তদের প্রতি আমার সমবেদনা রইল। ওম শান্তি।’

টলিউডের জনপ্রিয় চিত্রনায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার ফেইসবুকে লিখেছেন, ‘বাপ্পি দা আমার কাছে কতটা স্পেশাল তা বলার ভাষা আজ নেই আমার কাছে। হি ইজ ট্রুলি হ্যাড এ হার্ট অফ গোল্ড! আমাদের আত্মীয়তা, আমাদের একসাথে কাজ... কত কত স্মৃতি... ভালো থেকো বাপ্পি দা। তোমার সকল সৃষ্টি চিরদিনই অমর হয়ে থাকবে।’

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘এবার চলে গেলেন সুর স্রষ্টা বাপ্পী লাহিড়ী…… মাত্র কয়েকদিনের ব্যবধানে, আমাদের কৈশোর আর যৌবনের
সেই সুরেলা সময়ের কারিগর লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়ের পরপারে চলে যাওয়ার শোক কাটিয়ে ওঠার আগেই… আরেকটি অধ্যায়ের সমাপ্তি হলো। পরপারে ভালো থাকুন বাপ্পী লাহিড়ী….মঙ্গল দ্বীপ জ্বেলে আপনার জন্য নিবেদন সতত প্রার্থনা আর শ্রদ্ধা…’

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান লিখেছেন, ‘তাঁর গানে আনন্দ উৎসব, তাঁর গানে জীবনের উদযাপন... তাঁর সুরে অমলিন থেকে যাবে চিরসবুজ হৃদয়ের অভিযান। বিদায় বাপ্পী লাহিড়ী... সঙ্গীতে, সুরে, অমর হয়ে আমাদের মনে থেকে যাবেন আপনি।’

স্মৃতিচারণ করে সঙ্গীতশিল্পী দিনাত জাহান মুন্নি লিখেছেন, ‘সুরদড়িয়া এপার ওপারে তার পাশে বসে বিচারকাজ করেছি - তিনি একবারো বুঝতে দেননি তিনি কত বড় মাপের মানুষ। এরপর বেশ কয়েকবার দেখা হয়েছে - কথা হয়েছে - পরম স্নেহ করে ‘মুন্নী’ ডাকতে ভুলেননি । সুরের আকাশে তিনি যা দিয়েছেন তাই ছিলো এক একটি সম্পদ- ওপারে শান্তিতে থাকুন প্রিয় বাপ্পী লাহিড়ী…’

গীতিকার ও সাংবাদিক রবিউল ইসলাম জীবন লিখেছেন, ‘উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী ও সুরকার বাপ্পী লাহিড়ীও চলে গেলেন! মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা গে‌ছেন তিনি। বাপ্পী লাহিড়ী ছিলেন সংগীতের সেই মুগ্ধতা যা ছড়িয়েছিল সকল শ্রেণির মানুষের মনে। ওপারে ভালো থাকবেন হে কিংবদন্তি।’

সঙ্গীতশিল্পী ইউসুফ আহমেদ খান লিখেছেন, ‘আমার খবর আজ রাখো কি না রাখো কে জানে.. আমার এ পথ আজো চেয়ে থাকো কি না থাকো কে জানে... বিদায় বাপ্পি লাহিড়ী জী..’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শোক

২০ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ