Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে টেন্ডার সিডিউল ছিনতাই, আটক সদর উপজেলা যুবলীগ সভাপতি সহ ৪জন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২২, ৪:২৭ পিএম

সুনামগঞ্জ সদর হাসপাতালে বিভিন্ন সরঞ্জাম ও খাবারের টেন্ডার (দরপত্র) জমা দিতে আসা দুই পক্ষের কাছ থেকে কাগজপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এঘটনার সাথে জড়িত সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বলের নেতৃত্বে কয়েক জন। আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালের দিকে হাসপাতালের মধ্যে এ ঘটনা ঘটে। পরে হাসপাতাল কতৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ সিসি টিভির ফুটেজ দেখে ছিনতাইকারীদের শনাক্ত করে সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বলসহ ৪ জন আটক করে। তবে এখন পর্যন্ত কতজন আটক করা হয়েছে তা নিশ্চিত করেনি পুলিশ।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.আনিসুর রহমান বলেন, আজ সকাল ৮.৫০ মিনিট ও ৯.৪৫ মিনিটের সময় এক ঘন্টার ব্যবধানে দুইটি টেন্ডার সিডিউল ছিনতাই হয়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে সিসিটিভির ফুটেজ দেখে ছিনতাইকারীদের শনাক্ত করে নিয়ে যায়। কাকে আটক করা হয়েছে তা আমরা জানি না। তিনি বলেন, হাসপাতালের টেন্ডারগুলো অনলাইনে হয় না। তাই টেন্ডার জমা দেয়া আগে অন্য দুই পক্ষেরটা ছিনতাই হয়। আমরা আগামী বছর থেকে অনলাইনেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করবো। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জয়নাল আবেদীন জানান, হাসপাতালের ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। এখনও সুনির্দিষ্ট সংখ্যা বলতে পারছি না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছিনতাই


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ