Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন সিনেমার ঘোষণা দিলেন চয়নিকা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৩ পিএম

ভালোবাসা দিবস উপলক্ষে দ্বিতীয় সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন গুণী নির্মাতা চয়নিকা চৌধুরী। সোমবার (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবসে এফডিসিতে পরিচালক সমিতির কার্যালয়ে সিনেমার নাম নিবন্ধন করেছেন চয়নিকা চৌধুরী। তার নতুন সিনেমার নাম ‘প্রহেলিকা’। চয়নিকা নিজেই এ খবর গণমাধ্যমকে জানিয়েছেন।

চয়নিকা বলেন, ‘আমার প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’ ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি নিবন্ধন করেছিলাম। আরেক ১৪ ফেব্রুয়ারিতে দ্বিতীয় সিনেমার ঘোষণা দিলাম। এটি আমার পক্ষ থেকে দর্শকদের জন্য ভালোবাসা দিবসের উপহার।’

তিনি আরও বলেন, ‘প্রহেলিকা’র কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার। এই সিনেমার গল্পটা রহস্য, প্রেম, ভালোবাসার চমক নিয়ে এগিয়ে যাবে। এছাড়া আর কোনো কিছু আপাতত বলতে চাই না।’

এ সিনেমাতে কারা অভিনয় করবেন তাও ঠিক হয়নি বলে জানান চয়নিকা। তিনি বলেন, কয়েকজনের সঙ্গে কথা চলছে। আশা করছি কয়েক দিনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। সব চূড়ান্ত হলে আপনাদের সবাইকে জানাবো। আপাতত এটুকু বলি, মে মাসে শুটিং শুরু করব।’

এদিকে কয়েক দিন আগে চয়নিকা চৌধুরী ডি এ তায়েব ও পরীমনিকে নিয়ে ‘অহংকারী বউ’ নামের একটা ওয়েব সিরিজি শেষ করেছেন। সেটা মুক্তি অপেক্ষায়। ধারণা করা হচ্ছে, নতুন সিনেমায়ও পরীমনির ওপরই আস্থা রাখবেন চয়নিকা। পরীমনির সঙ্গে এই সিনেমাতে দেখা যাবে দেশের জনপ্রিয় একজন নায়ককে।

উল্লেখ্য, নাটক বানিয়ে তুমুল জনপ্রিয়তা পাওয়া চয়নিকা চৌধুরীর প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’ মুক্তি পায় ২০২০ সালের ডিসেম্বরে। সেখানে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেন সিয়াম আহমেদ ও পরীমনি। সিনেমাটি দারুণ দর্শকপ্রিয়তা পায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ