নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দেখতে দেখতে কম তো হলো না আইপিএলের বয়স! সেই যে প্রথম ম্যাচে বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে বেঙ্গালুরুর মাটিতেই ১৫৮ রানের ইনিংস খেলে কচুকাটা করলেন কলকাতা নাইট রাইডার্সের ব্রেন্ডন ম্যাককালাম, এরপর কেটে গেছে ১৪ বছর। এর মধ্যেই বিশ্বের জনপ্রিয়তম ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে আইপিএল। কিছুদিন পরেই আইপিএলের ১৫তম আসর। সময়ের সঙ্গে সঙ্গে কলেবরেও বেড়ে ওঠা আইপিএলের এই আসরে আটটি নয়, লড়বে দশটি দল। সেটিকে সামনে রেখে গতপরশু ব্যাঙ্গালুরুতে শেষ হলো আইপিএলের দুই দিনব্যাপী মেগা নিলাম।
এবার বেশ বড়সড় কলেবরেই হয়েছে এই নিলাম। কারণ মূলত দুটি। বাজারে গুঞ্জন, এবারই শেষবারের মতো মেগা নিলাম আয়োজন করল আইপিএল কর্তৃপক্ষ। দলগুলো যেন শক্তি বাড়ানোর জন্য নিলামের জন্য বসে না থেকে নিজ নিজ অ্যাকাডেমির মাধ্যমে নতুন খেলোয়াড়দের তুলে আনে, এ কারণে নিলাম-সংস্কৃতি থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই টুর্নামেন্ট, এমন কথাই শোনা যাচ্ছে। তাইতো আগামী তিন বছরের জন্য নিজেদের গুছিয়ে নিল দশটি ফ্র্যাঞ্চাইজি। আরেকটা কারণ, ২০১১ সালের পর এই প্রথম আইপিএলে আটটার জায়গায় খেলবে দশ দল। বেশি দল মানে বেশি খেলোয়াড়ের অংশগ্রহণ, আর বেশি খেলোয়াড়ের অংশগ্রহণ মানেই বেশি উত্তেজনা।
মাঠের লড়াই শুরু হবার আগেই বেশ কিছু ক্রিকেটার চোখ ধাঁধানো মূল্য সেই উত্তেজনার আঁচ কিছুটা হলেও দিয়েছে বিশ^কে। নিলামের আগে আগের আট ফ্র্যাঞ্চাইজির সামনে সুযোগ ছিল সর্বোচ্চ ৪ জন করে ক্রিকেটারকে ধরে রাখার। দলগুলো ধরে রাখে মোট ২৭ ক্রিকেটার। নতুন দুই দল লক্ষ্মৌ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটান্স নিলামের আগে সুযোগ পায় ৩ জন করে ক্রিকেটারকে সরাসরি দলে নেওয়ার। নিলামে ৫৯০ জন ক্রিকেটারের মধ্যে ৬৭ জন বিদেশিসহ দল পেয়েছেন মোট ২০৪ জন। এর মধ্যে প্রথম দিন ৭৪ জন, দ্বিতীয় দিন ১৩০ জন। ১০ দলের সম্মিলিত খরচ হয়েছে ৫৫১ কোটি রুপি।
কিন্তু এই গুছিয়ে নেওয়ার তোড়জোড়ের মধ্যে একটুও কি বিদায়রাগিণীর করুণ সুর বেজে উঠছে না? ১৪ বছর ধরে যাদের কাঁধে চড়ে আইপিএল আজকের পর্যায়ে এসেছে, তাঁদের অনেকেই নেই যে এবার! এবারের আইপিএল এক অর্থে যুগবদলের বার্তাও নিয়ে আসছে। ঈশান কিষান, শ্রেয়াস আইয়ার, ইয়াশ ধুল, রাজ বাওয়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লিয়াম লিভিংস্টোন, শার্দূল ঠাকুরদের মাথায় তুলে নেওয়া এবারের আইপিএল অনাদরে ফেলে দিয়েছে বেশ কয়েকজন কিংবদন্তিকে, আইপিএলের অংশই হয়ে গিয়েছিলেন যাঁরা। ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল, দক্ষিণ আফ্রিকান ব্যাটার এবি ডি ভিলিয়ার্স, বাংলাদেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ছাড়াও ভারতের ব্যাটসম্যান সুরেশ রায়না, স্পিনার হরভজন সিং আর পেসার ইশান্ত শর্মা- দল পাননি তাঁদের কেউই। কেউ আগেই অবসর নিয়েছেন, কেউ নিলামের টেবিলে থেকে গেছেন অবিক্রীত। এমনই পালাবদলের গল্প লেখা এক নিলাম শেষে দেখে নিন দশ দলের হালহকিকত।
১০ দলের স্কোয়াড (মূল্য ভারতীয় রুপিতে)
চেন্নাই সুপার কিংস
আগের ধরে রাখা : মহেন্দ্র সিং ধোনি (১২ কোটি), রবীন্দ্র জাদেজা (১৬ কোটি), মইন আলি (৮ কোটি), রুতুরাজ গায়কোয়াড় (৬ কোটি)
নিলাম থেকে : দিপক চাহার (১৪ কোটি), রবিন উথাপ্পা (২ কোটি), আম্বাতি রায়ডু (৬ কোটি ৭৫ লাখ), ডেভনন কনওয়ে (১ কোটি), শুভ্রাংশু সেনাপতি (২০ লাখ), হরি নিশান্ত (২০ লাখ), এন জগদিসান (২০ লাখ), কেএম আসিফ (২০ লাখ), তুষার দেশপান্ডে (২০ লাখ), মাহিশ থিকশানা (৭০ লাখ), সিমরজিত সিং (২০ লাখ), অ্যাডাম মিল্ন (১ কোটি ৯০ লাখ), মুকেশ চৌধুরি (২০ লাখ), ডোয়াইন ব্রাভো (৪ কোটি ৪০ লাখ), শিভাম দুবে (৪ কোটি), রাজবর্ধন হাঙ্গারগেকার (১ কোটি ৫০ লাখ), ডোয়াইন প্রিটোরিয়াস (৫০ লাখ), মিচেল স্যান্টনার (১ কোটি ৯০ লাখ), প্রশান্ত সোলাঙ্কি (১ কোটি ২০ লাখ), ক্রিস জর্ডান (৩ কোটি ৬০ লাখ), ভগত ভার্মা (২০ লাখ)।
দিল্লি ক্যাপিটালস
আগের ধরে রাখা : রিশাভ পান্ত (১৬ কোটি), আকসার প্যাটেল (৯ কোটি), পৃথ্বী শ (৭ কোটি ৫০ লাখ), আনরিক নরকিয়া (৬ কোটি ৫০ লাখ)।
নিলাম থেকে : মুস্তাফিজুর রহমান (২ কোটি), ডেভিড ওয়ার্নার (৬ কোটি ২৫ লাখ), অশ্বিন হেবার (২০ লাখ), সরফরাজ খান (২০ লাখ), কেএস ভারত (২ কোটি), মানদিপ সিং (১ কোটি ১০ লাখ), রোভম্যান পাওয়েল (২ কোটি ৮০ লাখ), টিম সেইফার্ট ৫০ লাখ), কুলদিপ যাদব (২ কোটি), লুঙ্গি এনগিডি (৫০ লাখ), খলিল আহমেদ (৫ কোটি ২৫ লাখ), চেতন সাকারিয়া (৪ কোটি ২০ লাখ), প্রভিন দুবেই (৫০ লাখ), মিচেল মার্শ (৬ কোটি ৫০ লাখ), ললিত যাদব (৬৫ লাখ), শার্দুল ঠাকুর (১০ কোটি ৭৫ লাখ), কমলেশ নাগরকটি (১ কোটি ১০ লাখ), রিপাল প্যাটেল (২০ লাখ), ভিকি ওস্তওয়াল (২০ লাখ), ইয়াশ ধুল (৫০ লাখ)।
কলকাতা নাইট রাইডার্স
আগের ধরে রাখা : আন্দ্রে রাসেল (১২ কোটি), বরুন চক্রবর্তি (৮ কোটি), ভেঙ্কাটেশ আইয়ার (৮ কোটি), সুনিল নারাইন (৬ কোটি)।
নিলাম থেকে : শ্রেয়াস আইয়ার (১২ কোটি ২৫ লাখ), শেলডন জ্যাকসন (৬০ লাখ), অজিঙ্কা রাহানে (১ কোটি), রিঙ্কু সিং (৫৫ লাখ), বাবা ইন্দ্রজিত (২০ লাখ), অভিজিৎ তমার (৪০ লাখ), স্যাম বিলিংস (২ কোটি), অ্যালেক্স হেলস (১ কোটি ৫০ লাখ), রাসিখ দার (২০ লাখ), অশোক শর্মা (৫৫ লাখ), টিম সাউদি (১ কোটি ৫০ লাখ), উমেশ যাদব (২ কোটি), প্যাট কামিন্স (৭ কোটি ২৫ লাখ), নিতিশ রানা (৮ কোটি), শিভাম মাভি (৭ কোটি ২৫ লাখ), অনুকুল রয় (২০ লাখ), চামিকা করুনারত্নে (৫০ লাখ), প্রথম সিং (২০ লাখ), রমেশ কুমার (২০ লাখ), মোহাম্মদ নবি (১ কোটি), আমান হাকিম খান (২০ লাখ)।
মুম্বাই ইন্ডিয়ান্স
আগের ধরে রাখা : রোহিত শর্মা (১৬ কোটি), জাসপ্রিত বুমরাহ (১২ কোটি), সূর্যকুমার যাদব (৮ কোটি), কাইরন পোলার্ড (৬ কোটি)।
নিলাম থেকে : ইশান কিষান (১৫ কোটি ২৫ লাখ), ডেওয়াল্ড ব্রেভিস (৩ কোটি), আনমলপ্রিত সিং (২০ লাখ), রাহুল বুদ্ধি (২০ লাখ), আরিয়ান জুয়াল (২০ লাখ), বাসিল থাম্পি (৩০ লাখ), মুরুগান অশ্বিন (১ কোটি ৬০ লাখ), জয়দেব উনাদকাট (১ কোটি ৩০ লাখ), মায়াঙ্ক মারকান্ডে (৬৫ লাখ), টাইমাল মিলস (১ কোটি ৫০ লাখ), রাইলি মেরেডিথ (১ কোটি), এন তিলক ভার্মা (১ কোটি ৭০ লাখ), সঞ্জয় যাদব (৫০ লাখ), জফ্রা আর্চার (৮ কোটি), ড্যানিয়েল স্যামস (২ কোটি ৬০ লাখ), টিম ডেভিড (৮ কোটি ২৫ লাখ), আরশাদ খান (২০ লাখ), রামন্দিপ সিং (২০ লাখ), ঋত্বিক সোকিন (২০ লাখ), অর্জুন টেন্ডুলকার (৩০ লাখ), ফ্যাবিয়ান অ্যালেন (৭৫ লাখ)।
পাঞ্জাব কিংস
আগের ধরা রাখা : মায়াঙ্ক আগারওয়াল (১৪ কোটি), আর্শদিপ সিং (৪ কোটি)।
নিলাম থেকে : শিখর ধাওয়ান (৮ কোটি ২৫ লাখ), জনি বেয়ারস্টো (৬ কোটি ৭৫ লাখ), প্রবসিমরান সিং (৬০ লাখ), জিতেস শর্মা (২০ লাখ), ভানুকা রাজাপাকসা (৫০ লাখ), কাগিসো রাবাদা (৯ কোটি ২৫ লাখ), রাহুল চাহার (৫ কোটি ২৫ লাখ), ইশান পরেল (২৫ লাখ), সন্দিপ শর্মা (৫০ লাখ), বৈভব অরোরা (২ কোটি), নাথ্যান এলিস (৭৫ লাখ), শাহরুখ খান (৯ কোটি), হারপ্রিত ব্রার (৩ কোটি ৮০ লাখ), লিয়াম লিভিংস্টোন (১১ কোটি ৫০ লাখ), ওডেন স্মিথ (৬ কোটি), রাজ বাওয়া (২ কোটি), রিশি ধাওয়ান (৫৫ লাখ), প্রেরাক মানকড় (২০ লাখ), ঋত্বিক চ্যাটার্জি (২০ লাখ), বলতেজ ধান্দা (২০ লাখ), আনশ প্যাটেল (২০ লাখ), অথর্ভ (২০ লাখ), বেনি হাওয়েল (৪০ লাখ)।
রাজস্থান রয়্যালস
আগের ধরে রাখা : সাঞ্জু স্যামসন (১৪ কোটি), জশ বাটলার (১০ কোটি), যাশাসবি জয়সওয়াল (৪ কোটি)।
নিলাম থেকে : শিমরন হেটমায়ার (৮ কোটি ৫০ লাখ), দেবদূত পাডিক্কাল (৭ কোটি ৭৫ লাখ), করুন নায়ার (১ কোটি ৪০ লাখ), ধ্রুভ জুরেল (২০ লাখ), রাসি ফন ডার ডাসেন (১ কোটি), ট্রেন্ট বোল্ট (৮ কোটি), প্রসিধ কৃষ্ণা (১০ কোটি), যুজবেন্দ্র চেহেলে (৬ কোটি ৫০ লাখ), কেসি কারিয়াপ্পা (৩০ লাখ), নবদিপ সাইনি (২ কোটি ৬০ লাখ), ওবেড ম্যাককয় (৭৫ লাখ), কুলদিপ সেন (২০ লাখ), তেজাস বারোকা (২০ লাখ), কুলদিপ যাদব (২০ লাখ), ন্যাথান কোল্টার-নাইল (২ কোটি), ড্যারিল মিচেল (৭৫ লাখ), রবিচন্দ্রন অশ্বিন (৫ কোটি), রিয়ান পারাগ (৩ কোটি ৮০ লাখ), অনুনয় সিং (২০ লাখ), শুবশাম শুভাম গারওয়াল (২০ লাখ), জেমস নিশাম (১ কোটি ৫০ লাখ)।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু
আগের ধরে রাখা : বিরাট কোহলি (১৫ কোটি), গ্লেন ম্যাক্সওয়েল (১১ কোটি), মোহাম্মদ সিরাজ (৭ কোটি)।
নিলাম থেকে : ফাফ ডু প্লেসি (৭ কোটি), দিনেশ কার্তিক ৫ কোটি ৫০ লাখ), আনুজ রাওয়াত (৩ কোটি ৪০ লাখ), ফিন অ্যালেন (৮০ লাখ), লুভনিথ সিসোদিয়া (২০ লাখ), আকাশ দিপ (২০ লাখ), জশ হেইজেলউড (৭ কোটি ৭৫ লাখ), জেসন বেহরেনডর্ফ (৭৫ লাখ), চামা মিলিন্দ (২৫ লাখ), কর্ন শর্মা (৫০ লাখ), সিদ্ধার্থ কৌল (৭৫ লাখ), হার্শাল প্যাটেল (১০ কোটি ৭৫ লাখ), ভানিন্দু হাসারাঙ্গা (১০ কোটি ৭৫ লাখ), শাহবাজ আহমেদ (২ কোটি ৪০ লাখ), মহিপাল লমরোর (৯৫ লাখ), শেরফান রাদারফোর্ড (১ কোটি), সুয়াশ প্রভুদেসাই (৩০ লাখ), আনিশ্বর গৌতম (২০ লাখ), ডেভিড উইলি (২ কোটি)।
সানরাইজার্স হায়দরাবাদ
আগের ধরা রাখা : কেন উইলিয়ামসন (১৪ কোটি), আব্দুল সামাদ (৪ কোটি), উমরান মালিক (৪ কোটি)।
নিলাম থেকে : নিকোলাস পুরান (১০ কোটি ৭৫ লাখ), প্রিয়াম গার্গ (২০ লাখ), রাহুল ত্রিপাঠী (৮ কোটি ৫০ লাখ), এইডেন মারক্রাম (২ কোটি ৬০ লাখ), আর সামরথ (২০ লাখ), বিষ্ণু ভিনোদ (৫০ লাখ), গ্লেন ফিলিপস (১ কোটি ৫০ লাখ), থাঙ্গারাসু নাটরাজন (৪ কোটি), ভুবনেশ্বর কুমার (৪ কোটি ২০ লাখ), কার্তিক তিয়াগি (৪ কোটি), শ্রেয়াস গোপাল (৭৫ লাখ), জে সুচিথ (২০ লাখ), ফজল হক ফারুকি (৫০ লাখ), ওয়াশিংটন সুন্দর (৮ কোটি ৭৫ লাখ), অভিষেক শর্মা (৬ কোটি ৫০ লাখ), মারকো ইয়ানসেন (৪ কোটি ২০ লাখ), রোমারিও শেফার্ড (৭ কোটি ৭৫ লাখ), শন অ্যাবট (২ কোটি ৪০ লাখ), শশাং সিং (২০ লাখ), সৌরভ দুবে (২০ লাখ)।
গুজরাট টাইটান্স
ড্রাফটের আগে : হার্দিক পান্ডিয়া (১৫ কোটি), রশিদ খান (১৫ কোটি), শুবমান গিল (৮ কোটি)।
নিলাম থেকে : মোহাম্মদ শামি (৬ কোটি ২৫ লাখ), জেসন রয় (২ কোটি), লকি ফার্গুসন (১০ কোটি), অভিনভ সাদারাঙ্গান্তি (২ কোটি ৬০ লাখ), রাহুল তেওয়াতিয়া (৯ কোটি), নুর আহমাদ (৩০ লাখ), সাই কিশোর (৩ কোটি), জয়ন্ত যাদব (১ কোটি ৭০ লাখ), ডমিনিক ড্রাকেস (১ কোটি ১০ লাখ), বিজয় শঙ্কর (১ কোটি ৪০ লাখ), ইয়াশ দায়াল (৩ কোটি ২০ লাখ), আলজারি জোসেফ (২ কোটি ৪০ লাখ), বরুন অরুন (৫০ লাখ), প্রদিপ সাঙ্গওয়ান (২০ লাখ), ডেভিড মিলার (৩ কোটি), ঋদ্ধিমান সাহা (১ কোটি ৯০ লাখ), ম্যাথু ওয়েড (২ কোটি ৪০ লাখ), গুরকিরাত সিং (৫০ লাখ)।
লক্ষ্মৌ সুপার জায়ান্টস
ড্রাফটের আগে : লোকেশ রাহুল (১৭ কোটি), মার্কাস স্টয়নিস (৯ কোটি ২০ লাখ), রবি বিষ্ণই (৪ কোটি)।
নিলাম থেকে : কুইন্টন ডি কক (৬ কোটি ৭৫ লাখ), মনিশ পান্ডে (৪ কোটি ৬০ লাখ), জেসন হোল্ডার (৮ কোটি ৭৫ লাখ), দিপক হুডা (৫ কোটি ৭৫ লাখ), ক্রুনাল পান্ডিয়া (৮ কোটি ২৫ লাখ), মার্ক উড (৭ কোটি ৫০ লাখ), আভেশ খান (১০ কোটি), আনকিত সিং রাজপুত (৫০ লাখ), কৃষ্ণাপ্পা গৌতম (৯০ লাখ), দুশমন্থ চামিরা (২ কোটি), শাহবাজ নাদিম (৫০ লাখ), মানান ভোহরা (২০ লাখ), কাইল মায়ার্স (৫০ লাখ), করন শর্মা (২০ লাখ), এভিন লুইস (২ কোটি), মায়াঙ্ক যাদব (২০ লাখ), আয়ুশ বাদোনি (২০ লাখ)।
উল্লেখযোগ্য অবিক্রিত তারকারা
সাকিব আল হাসান (বাংলাদেশ), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), সুরেশ রায়না (ভারত), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), হরভজন সিং (ভারত), ইশান্ত শর্মা (ভারত), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া), এউইন মরগান (ইংল্যান্ড), মারনাস লাবুশেন (অস্ট্রেলিয়া), ডেভিড মালান (ইংল্যান্ড), সন্দ্বীপ লামিচানে (নেপাল), অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া), ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা), মুজিব উর রহমান (আফগানিস্তান), আদিল রশিদ (ইংল্যান্ড), সৌরভ তিওয়ারি (ভারত), অমিত মিশ্র (ভারত), পীযূষ চাওলা (ভারত), মোজেস হেনরিকস (অস্ট্রেলিয়া), কলিন মানরো (নিউজিল্যান্ড), স্কট কুগেলাইন (নিউজিল্যান্ড), আকিল হোসেন (ওয়েস্ট ইন্ডিজ), ডেভিড ভিসা (নামিবিয়া), কেইন রিচার্ডসন (অস্ট্রেলিয়া), রস্টন চেজ (ওয়েস্ট ইন্ডিজ), বেন কাটিং (অস্ট্রেলিয়া), মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড), অ্যান্ড্রু টাই (অস্ট্রেলিয়া), বেন ম্যাকডারমট (অস্ট্রেলিয়া), জর্জ গারটন (ইংল্যান্ড), চারিথ আসালাঙ্কা (শ্রীলঙ্কা), ইশ সোধি (নিউজিল্যান্ড), কায়েস আহমেদ (আফগানিস্তান), তাবরাইজ শামসি (দক্ষিণ আফ্রিকা), শেলডন কটরেল (ওয়েস্ট ইন্ডিজ), চেতেশ্বর পূজারা (ভারত)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।