Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজেপির উদ্ভট দাবিকে উড়িয়ে দিলেন প্রিয়াঙ্কা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

ভারতের ঐতিহাসিক রাজনৈতিক দল কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, ‘আমি আমার ভাইয়ের (রাহুল গান্ধী) জন্য জন্য জীবন দিতে পারি, সেও আমার জন্য জীবন দিতে পারে।’ রাহুল গান্ধীর সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে- বিজেপির উদ্ভট দাবিকে উড়িয়ে দিয়ে রবিবার এ মন্তব্য করেন প্রিয়াঙ্কা। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা যোগী আদিত্যনাথ দাবি করেছিলেন, ‘প্রিয়াঙ্কা ও রাহুলের মধ্যে ফাটলের কারণে কংগ্রেস আরো মুখ থুবড়ে পড়বে।’ এ মন্তব্যের জবাবে রবিবার প্রিয়াঙ্কা ওই কথা বলেন। এ সময় যোগী আদিত্যনাথকে পাল্টা প্রশ্ন করেন প্রিয়াঙ্কা, ‘কোথায় ফাটল’ দেখলেন তিনি। প্রিয়াঙ্কা গান্ধী আরো বলেন, ‘ফাটল আসলে যোগীর মনের মধ্যে। তিনি মনে হয় তার, নরেন্দ্র মোদি ও অমিত শাহের ফাটলের কথা বলেছেন।’ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। গত বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ হয়েছে। নির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসের হয়ে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি (এসপি) ও রাজ্যে ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন। দলের পক্ষ থেকে উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত প্রিয়াঙ্কা। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ