Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

হিজাব পরে স্কুলে ঢুকতে বাধা ছাত্রীদের! কর্নাটকের নতুন ভিডিও ঘিরে শোরগোল

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ৩:৫৫ পিএম

স্কুলে ঢোকার আগে পড়ুয়াদের হিজাব খুলে নিতে বলল কর্তৃপক্ষ। এই নিয়ে রীতিমত বাগবিতণ্ডা লেগে গেল অভিভাবকদের সঙ্গে। হিজাব বিতর্কে এবার ভাইরাল হয়েছে কর্নাটকের এমনই একটি ভিডিও। যা নতুন মাত্রা সংযোজন করেছে হিজাব বিতর্কে।

ঘটনাটি ঘটেছে কর্নাটকের মান্ড্যতে রোটারি স্কুলে। ভিডিওতে দেখা যাচ্ছে যে, হিজাব পরে আসা ছাত্রীদের স্কুলের বাইরেই দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। আটকে দেওয়া হচ্ছে তাদেরকে। স্কুলের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। হিজাব খুলে স্কুলে ঢুকতে বলা হয় ওই ছাত্রীদের। এই নিয়ে ওই ছাত্রীদের অভিভাবকদের সাথে তর্কাতর্কিও বেঁধে যায় স্কুল কর্তৃপক্ষের।

প্রসঙ্গত, গত বুধবার থেকে বন্ধ থাকার পর সোমবার আবার স্কুল খোলে। আবার স্কুল খোলার দিন-ই এই ঘটনাকে ঘিরে স্বভাবতই নতুন করে বিতর্ক ছড়িয়েছে। শেষে ওই ছাত্রীরা স্কুল কর্তৃপক্ষের দাবি মেনে নেয়। তাদের হিজাব খুলে ফেলে। হিজাব খুলে ফেরার পর তারপরই স্কুলে ঢুকতে পারে ওই ছাত্রীরা।

প্রসঙ্গত, হিজাব বিতর্কে টানাপোড়েন অব্যাহত থাকায় ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে কলেজ বন্ধ রাখার কথা ঘোষণা করেছে কর্নাটক সরকার। ইতিমধ্যে আজ সোমবার থেকে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত হাইস্কুলের ২০০ মিটার বৃত্তের মধ্যে আবার জারি করা হয়েছে ১৪৪ ধারা। ১৪৪ ধারা জারি করা হয়েছে উদুপি, দক্ষিণ কানাড়া ও বেঙ্গালুরু জেলাতেও। সূত্র: জিনিউজ।



 

Show all comments
  • Md Rejaul Karim ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ৪:৪৫ পিএম says : 0
    নাস্তিক্যবাদেরা জানে না হিজাব পড়ে কি হয়!!!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ