Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিজাব বিতর্ক নিয়ে যা বললেন মেহবুবা মুফতি ও ফারুক আবদুল্লাহ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ৩:৩৮ পিএম

বিজেপি শাসিত কর্ণাটকে চলমান হিজাব বিতর্ক নিয়ে মুখ খুলেছেন ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ফারুক আবদুল্লাহ। গতকাল রোববার তারা বিষয়টি নিয়ে বিজেপির সমালোচনা করে বলেন, কোনো নাগরিক কী পরিধান করবে, এটা একান্তই তার মৌলিক অধিকার। বিজেপি মানুষের সেই অধিকারও হরণ করতে চায়।

হিজাব ইস্যুতে বেশ কিছুদিন ধরে বিক্ষোভে উত্তাল কর্ণাটক। মুসলিম ছাত্রীদের হিজাব পরে ক্লাস করার দাবির প্রেক্ষিতে গেরুয়া শাল পরে ক্লাসে হাজির হয় হিন্দু ছাত্ররা। ফলে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। বিষয়টি এক পর্যায়ে যায় আদালতেও। তবে সেখান থেকে এখনো চূড়ান্ত কোনো ফয়সালা আসেনি। এরই মধ্যে আরো কয়েকটি রাজ্যে ছড়িয়ে পড়ে বিক্ষোভ।

পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) প্রধান মুফতি মেহবুবা বলেছেন, বিজেপি আসলে হিজাবে থামবে না। তারা এরপর মুসলমানদের অন্য প্রতীকগুলো নিয়ে বিতর্কের সৃষ্টি করবে এবং পরে সবকিছুই মুছে ফেলতে চাইবে। তাদের হিসেবে, ভারতীয় মুসলমানদের জন্য কেবল একজন ভারতীয় হওয়াই যথেষ্ট নয়, তাদেরও বিজেপি হতে হবে।

এদিকে, ন্যাশনাল কনফারেন্স (এনসি) সভাপতি ফারুক আবদুল্লাহ বলেছেন, প্রত্যেকেরই তাদের ইচ্ছামত পরার ও খাওয়ার অধিকার রয়েছে। পাশাপাশি তারা তাদের ধর্মীয় বিশ্বাস অনুশীলনেও স্বাধীন। কিন্তু সমাজে কিছু কট্টরপন্থী উপাদান আছে যারা সাম্প্রদায়িক লাইনে মানুষকে বিভক্ত করে নির্বাচনে জয়ী হওয়ার প্রয়াস চালাচ্ছে। আর এ কারণেই তারা একটি ধর্মকে আক্রমণ করছে। সূত্র : এনডিটিভি



 

Show all comments
  • jack ali ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ৪:৫৭ পিএম says : 0
    আওয়ামী লীগ দের মত সবাইকেই আওয়ামীলীগ হতে হবে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ