Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রিসে যাওয়ার পথে মারা গেলেন সুনামগঞ্জের ৩ যুবক

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ৩:১৮ পিএম

গ্রিসে যাবার পথেই মৃত্যু কেড়ে নিয়েছে সুনামগঞ্জের দিরাইয়ের তিন যুবকের প্রাণ। বিদেশে ভালো বেতনে কাজের আশায় যে কোনো উপায়েই হোক স্বপ্নের দেশ গ্রিস যেতে চেয়েছিলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার এই ৩ যুবক। সেজন্য উপজেলার করিমপুর ইউনিয়নের টুকদিরাই গ্রামের হাজি আব্দুল ওয়াহেদ মিয়ার পূত্র মানবপাচারকারী (দালাল) চক্রের সদস্য এনামুল হকের সাথে চুক্তি বদ্ধ হয়েছিলেন তারা। চুক্তি মোতাবেক তাদের কাছ থেকে জন প্রতি বাংলাদেশ থেকে দুবাই ২ লাখ টাকা, দুবাই থেকে ইরান ৩ লাখ টাকা, ইরান থেকে তুরস্ক ১ লাখ ৮০ হাজার টাকা ও তুরস্ক থেকে গ্রিস পর্যন্ত আরও সাড়ে ৩ লাখ টাকা নেয় পাচারকারী এনামুল। আর সেই চুক্তি মোতাবেক গ্রিস যাওয়ার পথে প্রাণ দিতে হল তিন যুবকে। তারা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামের ফুল মিয়া সর্দারের পূত্র জনি সর্দার (৩৪), একই ইউনিয়নের নতুন কর্ণগাঁও গ্রামের লাল মিয়ার পূত্র জুনেদ আহমদ (২২), এবং শাল্লা উপজেলার আনন্দপুর ইউনিয়নের আশুতোষ রায়ের পূত্র আকাশ রায় (২৫)। তবে আকাশ রায় দিরাই পৌর শহরের রায় মেশিনারিতে কয়েক বছর ধরে কাজ করে আসছিল। আকাশের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ভগ্নিপতি নিলেন্দু রায় বলেন, লন্ডন থেকে তাদের পরিচিত একজন তুরস্কে গিয়ে মর্গ হতে আকাশের মৃত্যের ছবি পাঠিয়ে দিলে আমরা নিশ্চিত হই আকাশ আর বেঁচে নেই। তিনি আর বলেন,চার ভাই বোনের মধ্যে আকাশ তৃতীয়। অভাব অনটনের সংসারে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছে আকাশ। সে দিরাই পৌর শহরের রায় মেশিনারিতে কাজ করত সেই সুবাদে পরিচয় হয় টুকদিরাই গ্রামের দালাল এনামুল হকের সঙ্গে। এনামুল হক টাকার বিনিময়ে তাঁকে খুব সহজে গ্রিসে পাঠানোর প্রস্তাব দেন। পরে মা-বাবাসহ আতœীয় স্বজনদের বুঝিয়ে টাকা জোগাড় করে দালালের হাতে তুলে দেয়। তিনি আর বলেন, দালাল এনামুল হক আকাশের মামার কাছে চুক্তির ৫ লক্ষ টাকা ফেরত দিয়েছে।

জুনেদ আহমদের মৃত্যের বিষয়টি নিশ্চিত করে তার চাচাত ভাই ছদরুল ইসলাম বলেন, জুনেদের লাশ আনার প্রসেসিং চলছে আশা করি ৪/৫ দিনের মধ্যেই লাশ চলে আসবে। নিহত যুবক জুনেদ আহমেদের পিতা লাল মিয়া বলেন, আমার ছেলেকে দুবাই-ইরান হয়ে তুরস্ক পৌঁছায় এনামুল। গত ৩১ জানুয়ারি সোমবার আমার ছেলের সাথে শেষবার কথা হয়। তুরস্ক থেকে এনামুলের লোকজন গাড়িতে করে গ্রিসে পৌঁছে দিবে জানিয়ে আমার ছেলে এনামুলের টাকা দিয়ে দিতে বলে। ওইদিনই দিরাই বাজারে বিধান রায়ের দোকানে বসে আমার ছেলে জুনেদ ও বিধান রায়ের ভাগ্নের তুরস্ক থেকে গ্রিসে পৌঁছে দেয়া বাবদ সর্বশেষ চুক্তির মোট ৭ লাখ টাকা আমি ও বিধান বাবু এনামুলের ভাগ্নে শাহজাহান-এর হাতে তুলে দেই। এদিকে জনি সর্দারের লাশ রবিবার ১৩ ফেব্রুয়ারি দেশে এসে পৌঁছে। আজ সোমবার সকাল ১১টায় তাঁর গ্রামের বাড়ী করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামে জানাযা অনুষ্ঠিত হয় জনির।

প্রসঙ্গত, গত ২ ডিসেম্বর ঢাকা থেকে বিমানযোগে তাদের নিয়ে যাওয়া হয় দুবাইয়ের একটি শহরে তার পর ইরানে নেওয়া হয়। এরপর তুরস্কে। গত ৩১ জানুয়ারি রাতের দিকে নিহত যুবকদের সাথে সর্বশেষ কথা হয় পরিবার সদস্যদের। তখনই তাদেরকে তুরস্ক থেকে গ্রিসে পাঠানোর কথা ছিল। কিন্তু এর পর থেকে শতচেষ্টা করেও তাদের সাথে কোন যোগাযোগ করতে পারেনি তাদের পরিবার। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও বিভিন্ন সংবাদপত্রে ২ ফেব্রুয়ারি তুরস্ক-গ্রিস সীমান্ত থেকে ১২জন অভিবাসন প্রত্যাশীর লাশ উদ্ধার করেছে তুরস্কের সীমান্তরক্ষী বাহিনী এমন একটি খবর প্রকাশ হয়।

প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রবাস জীবন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ