মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতীয় কর্তৃপক্ষ দেশটিতে আরও ৫৪টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে। রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করে এসব অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে বলে খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। এর আগেও চীনের অনেক অ্যাপ নিষিদ্ধ করেছে দেশটি।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই অ্যাপগুলো গ্রাহকের স্পর্শকাতর তথ্য ও নানা বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। ব্যক্তিপর্যায়ের তথ্য সংগ্রহ করে ভারতবিরোধী দেশগুলোর কাছে তা সরবরাহ করছে তারা।
এর আগে গত জুনে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা দেয়ায় টিকটক উইচ্যাটসহ ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করে ভারত।
মন্ত্রণালয় সূত্র অনুসারে, ৫৪টি অ্যাপের মধ্যে এমন কিছু অ্যাপ রয়েছে যেগুলোকে ভারত সরকার আগেও নিষিদ্ধ করেছিল। কিন্তু এগুলো আবার চালু করা হয়েছিল। নিশ্চিত হওয়ার পর এবং উৎস দেশ চিহ্নিত করার পর এগুলো আবারও নিষিদ্ধ করার আদেশ জারি করা হয়েছে।
খবরে বলা হয়েছে, নতুন করে নিষিদ্ধ হওয়া অ্যাপের তালিকায় রয়েছে- সেলফি ক্যামেরা, ইকুয়ালাইজার অ্যান্ড বাজ বুস্টার, সুইট সেলফি এইচডি, সেলসফোর্স এন্ট, অ্যাশেজ অব টাইম লাইট, আইসোল্যান্ড ২: টেনসেন্ট জারিভের, ভিভা ভিডিও এডিটর, অনমিয়োজি এরিনা, অনমিয়োজি চেস, ডুয়াল স্পেস লাইট এবং অ্যাপলক।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের তথ্য বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নিষিদ্ধ করা অ্যাপগুলোর মধ্যে বেশ কয়েকটি অ্যাপ ব্যবহারকারীর সম্মতি ছাড়াই সরাসরি ব্যবহারকারীর তথ্য পাঠানো হতো চীনভিত্তিক ডেটা সেন্টারগুলোতে। মন্ত্রণালয় শিগগিরই নিষিদ্ধ অ্যাপগুলোর পূর্ণ তালিকা প্রকাশ করতে পারে, যাতে ব্যবহারকারীদের শনাক্ত করা যায়।
ইন্ডিয়া টুডে আরও জানিয়েছে, ভারত সরকার এর আগে ২০২০ সালের জুন থেকে এ পর্যন্ত ইউসি নিউজ, বিগো লাইভ, টিকটক, হেলো, লাইকি, শেয়ারইট, উইচ্যাট, ইএস ফাইল এক্সপ্লোরার, এমআই কমিউনিটি, ইউসি ব্রাউজারের মতো জনপ্রিয় অ্যাপসহ প্রায় ২২৪টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে। সূত্র : ইন্ডিয়া টুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।