প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আজ বৈশাখী টেলিভিশনে রাত ১০টায় প্রচার হবে ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘সেকেন্ড হানিমুন’। টিপু আলম মিলনের গল্পে, জাকির হোসেন উজ্জলের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন ফরিদুল হাসান। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্ত। এর গল্পে দেখা যাবে, জাকির সমুদ্র সৈকতের একজন ফটোগ্রাফার। পর্যটকদের ছবি তোলাই তার পেশা। মুসাব্বির নামের এক লোক তার নববধূকে নিয়ে কক্সবাজার বেড়াতে এসেছেন। জাকির মুসাব্বিরকে আগে থেকেই চিনে। এর আগেও অন্য মেয়ে নিয়ে কক্সবাজার সে এসেছিল। জাকির ঐ মেয়ের ছবি তুলতে গিয়ে সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসা করেছিল, ওই নারী তার স্ত্রী কি না? মুসাব্বির তার অন্যায় ঢাকতে জাকিরের গায়ে হাত তোলেন। জাকির তার প্রতিশোধ নেয়ার জন্য সেই ছবি তার কাছে রেখে দেয়। নাটকটিতে জাকিরের চরিত্রে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত। আরও অভিনয় করেছেন অলিউল হক রুমি এবং উর্মিলা শ্রাবন্তী কর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।