মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সপ্তাহজুড়ে কূটনৈতিক আলোচনার পরও কোনও অগ্রগতি না হওয়ায় রুশ আক্রমণ আশঙ্কায় কিছু এয়ারলাইন্স ইউক্রেনে ফ্লাইট বাতিল ঘোষণা করেছে ও কিছু ফ্লাইটকে অন্যত্র পাঠিয়ে দেয়া হচ্ছে। বার্তা সংস্থা সিএনবিসি এ খবর জানিয়েছে।
ডাচ এয়ারলাইন কেএলএম শনিবার ঘোষণা দিয়েছে যে, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত ইউক্রেনে ফ্লাইট বাতিল থাকবে।
ইউক্রেনীয় চার্টার এয়ারলাইন স্কাইআপ রবিবার জানিয়েছে, পর্তুগালের মাদেইরা থেকে কিয়েভ অভিমূখী ফ্লাই মলডোবার রাজধানীতে পাঠানো হয়েছে। এর আগে কোম্পানিটির ভাড়াদাতা প্রতিষ্ঠান ইউক্রেনের আকাশসীমায় ফ্লাইট নিষিদ্ধ করে।
ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র সার্হি নিকিফোরভ জানান, তারা আকাশসীমা বন্ধ করেননি। ফ্লাইট বাতিল ঘোষণা এয়ারলাইন্সগুলোর নিজস্ব সিদ্ধান্ত।
ইউক্রেনের আকাশসীমা নিয়ে নেদারল্যান্ডসের সংবেদনশীলতা চরম। ২০১৪ সালে পূর্ব ইউক্রেন রুশ সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে মালয়েশিয়া এয়ারলাইনের একটি যাত্রীবাহী বিমান ভূপাতিত করা হয়। এতে ২৯৮ জন নিহত হন, এদের মধ্যে ১৯৮ ছিলেন ডাচ নাগরিক।
এদিকে ইউক্রেনের তিন দিক থেকেই চাপ তৈরি করেছে রাশিয়া। দক্ষিণে ক্রিমিয়া সীমান্ত, দুই দেশের সীমান্তে রাশিয়ার অংশ এবং উত্তরে বেলারুশ সীমান্ত দিয়ে হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এসব এলাকায় নজর রাখছে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো।
উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকে তাদের সীমান্তে রাশিয়া অন্তত এক লক্ষ সেনা মোতায়েন করে রেখেছে বলে অভিযোগ করে আসছে ইউক্রেন। যে কোনও সময়ে মস্কো তাদের উপরে হামলা চালিয়ে গোটা ইউক্রেন দখল করে নেবে বলেও আশঙ্কাও করা হচ্ছে। দুই দেশের সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে দেখা গিয়েছে যুক্তরাষ্ট্রকে। দুই রাষ্ট্রপ্রধানের একাধিকবার বৈঠকও হয়েছে।
সর্বশেষ শনিবার (১২ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই ফোনালাপে পুতিনকে সতর্ক করে বাইডেন বলেছেন, ইউক্রেনে হামলা চালালে চড়া মূল্য দিতে হবে রাশিয়াকে। সূত্র : সিএনবিসি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।