Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিজাব বিতর্কের মাঝেই কর্ণাটকের স্কুলে নামাজ আদায় শিক্ষার্থীদের!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ৭:২২ পিএম

হিজাব বিতর্কের এবার মাঝেই ভাইরাল হলো আরেকটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, কর্ণাটকে স্কুলের মধ্যে নামাজ আদায় করছেন শিক্ষার্থীরা। দু’দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও। যা ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

ঘটনাটি ৪ ফেব্রুয়ারির। কর্ণাটকের কাদাবা তালুকের দক্ষিণ জেলা আনকাত্থদা গ্রামের ঘটনা। অভিযোগ, সেই গ্রামের উচ্চ প্রাথমিক স্কুলের পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা ক্লাসরুমের মধ্যে শুক্রবার নামাজ পড়েন। ভিডিওটি ভাইরাল হতেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছুটে যায় সেই স্কুলে। ব্লক শিক্ষা কর্মকর্তা সি লোকেশ বলেন, ‘ঘটনা জানতে পারার পরই আমি ক্লাস্টার রিসোর্স পার্সনকে স্কুলে যেতে নির্দেশ দিয়েছি। ঘটনা সম্পর্কে জেনে রিপোর্ট তৈরি করে জমা দেবেন তিনি।’

প্রসঙ্গত, কর্ণাটকের হিজাব বিতর্ক সারা ভারতেই মাথাচাড়া দিয়েছে। অনেক দিন ধরেই এই বিতর্ক চলছিল। তা নতুন মাত্রা পায় কয়েক দিন আগে। সেরাজ্যের বিজেপি সরকার জানিয়ে দেয়, যে সব পোশাক সমতা, অখণ্ডতা ও আইন-শৃঙ্খলার পরিপন্থী, তা পরা যাবে না। স্বাভাবিক ভাবেই এই নির্দেশ ঘিরে নতুন করে বিতর্কের পারদ চড়তে থাকে।

এই বিতর্ক বড় আকার নেয় উন্মত্ত হিন্দুত্ববাদী যুবকদের ‘জয় শ্রীরাম’ ধ্বনির পালটা ‘আল্লাহু আকবর’ স্লোগান তোলা কর্ণাটকের এক মুসলিম তরুণীর ভিডিও ভাইরাল হওয়ার পরে। হিজাব ইস্যুতে একটি অন্তর্বর্তী রায় দেয় কর্ণাটক হাই কোর্ট। আদালত জানিয়ে দেয়, যতদিন না হিজাব সংক্রান্ত মামলার নিষ্পত্তি হচ্ছে, ততদিন হিজাব-সহ কোনও ধরনের ধর্মীয় পোশাক পরা যাবে না স্কুল ও কলেজে। সূত্র: টিওআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ