Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে অজ্ঞাতনামা এক যুবকের আত্মহত্যা, লাশ উদ্ধার করেছে পুলিশ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ৪:২৩ পিএম

সিলেটে অজ্ঞাত এক যুবকের (২৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে এসএমপির জালালাবাদ থানা পুলিশ। গতকাল শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সিলেটের জালালাবাদ থানাধীন মাহমুদাবাদ আবাসিক এলাকার একটি কলোনি থেকে উদ্ধার করা হয় ওই যুবকের লাশ। পরে মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং পরিচয় শনাক্তের জন্য মৃত যুবকের আঙ্গুলের ছাপ ও অন্যান্য আলামত সংগ্রহ করার জন্য পুলিশের সিআইডি ও পিবিআই সংস্থাকে জানানো হয়েছে। সিলেট মেট্রোপলিট পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, শনিবার রাত সাড়ে ৯টার দিকে মাহমুদাবাদ আবাসিক এলাকার ইশ্রাফিলের কলোনির স্বত্বাধিকারী মো. ইশ্রাফিল জালালাবাদ থানা পুলিশকে মুঠোফোনে জানান, তাঁর টিনশেড কলোনির একটি কক্ষে একজন অজ্ঞাত যুবক গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুবরণ করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে লাশ ওসমানী হাসপাতালের হিমাগারে রহিয়াছে। এ ঘটনায় কলোনির মালিক ও কেয়ারটেকার সহ উপস্থিত লোকজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তারা পুলিশকে জানান, রবিবার রাত ৮ টা পরবর্তী কোনো এক সময় গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে ওই যুবক।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ