Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমি পদত্যাগ করছি না-ডিপজল

বিনোদন রিপোর্ট | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ২:২৩ পিএম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের পর সাধারণ সম্পাদক পদে জায়েদ খান নাকি নিপুণ বসবেন তা এখন আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে। গতকাল এ বিষয়ে আদালতে শুনানি হওয়ার কথা থাকলেও নিপুণের আইনজীবীর সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৬ বিচারপতির বেঞ্চ আগামীকাল শুনানির দিন ধার্য করেছেন। এদিকে নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে সদস্য পদে নির্বাচিত রোজিনা পদত্যাগ করেছেন বলে শোনা যাচ্ছে। যদিও পদত্যাগ পত্র গ্রহণ করা হয়েছে কিনা, তা এখনও জানা যায়নি। এরই মধ্যে একই প্যানেলের সহ-সভাপতি পদ থেকে চিত্রনায়ক রুবেল পদত্যাগ করেছেন বলে জানা গেছে। তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে কিনা, তা জানা যায়নি। অন্যদিকে, একই প্যানেল থেকে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজল পদত্যাগ করছেন এমন গুঞ্জণ চলচ্চিত্রাঙ্গণে ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে তার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আমার পদত্যাগ করার কোনো কারণ নেই। আমি কেন পদত্যাগ করব? শিল্পীরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের পাশে থাকার জন্য। আমি তাদের ছেড়ে যাব কেন? আমি সবসময়ই তাদের সাথে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকব। ডিপজল বলেন, এখন পদত্যাগের এক ধরনের গুজব চলছে। তবে আমি দৃঢ়ভাবে বলতে চাই, আমি পদত্যাগ করছি না। তিনি বলেন, একই পরিবারে সমস্যা থাকতে পারে। সময়ের সাথে সাথে সমস্যার সমাধানও হয়ে যায়। আমি মনে করি, সমিতির সব সদস্য একসাথে আছে। তারা আমাকে ও অন্যদের ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের স্বার্থ দেখার জন্য, পদত্যাগ করার জন্য নয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিপজল

১৭ সেপ্টেম্বর, ২০২২
৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ